Weather Update : ঘন কুয়াশার সতর্কতা, হালকা বৃষ্টির সম্ভাবনা আজ কোথায় কোথায় ?
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নীচে। রাতের তাপমাত্রাও একইরকম থাকবে।
উত্তরবঙ্গে শীতের দাপট চলবে রবিবার পর্যন্ত। মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সতর্কতা সবথেকে বেশি।
দার্জিলিঙ, জলপাইগুড়ি এবং কোচবিহারেও কুয়াশার দাপট থাকবে। আজ ও কাল দার্জিলিঙ ও কালিম্পঙের পার্বত্য় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে এই 'কোল্ড ডে' পরিস্থিতি আরও ২-৩ দিন থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সকালে মেঘলা আকাশ ও কুয়াশা থাকবে। পরে আংশিক মেঘলা আকাশ থাকবে, রোদের দেখা মিলবে না।
বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -