West Bengal Weather Update : আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, দুপুর আড়াইটায় পারদ ছুঁয়ে ফেলল...
চলতি এপ্রিলে কলকাতায় একটানা চল্লিশের ওপরে রয়েছে পারদ। এরই মধ্যে নতুন রেকর্ড গড়ল মহানগর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েকবছরে তাপমাত্রা এমন বাড়াবাড়ির পর্যায়ে যায়নি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দুপুর আড়াইটায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল ছিল ৪৩.৩।
এরপর ১৯৮০ সালে ২৫ এপ্রিল তাপমাত্রা ছিল ৪১.৭। ৫ মে থেকে বৃষ্টির পূর্বাভাস। ওই দিন বৃষ্টি দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আবহাওয়ার পরিবর্তন কয়েকদিন স্বস্তি মিলতে পারে।
১৯৯৮ সালের পর আর কখনও এক মরশুমে চার দফায় তাপপ্রবাহ হয়নি কলকাতায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩, স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪।
পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে।
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও চলবে তাপপ্রবাহ। চলতি সপ্তাহের শেষে কিছুটা বদলাবে পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ৫ দিনে তাপমাত্রার আর তেমন কোনো উল্লেখ্যযোগ্য পরিবর্তন নেই। অর্থাৎ তাপপ্রবাহ বজায় থাকবে। কিন্তু আর তাপমাত্রা আর ও বাড়বে না। কমবে ও না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তীব্র গরম থেকে রেহাই পাবেনা কলকাতা। এছাড়া, আজ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে। প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -