Weather Update: ৩০- ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া, বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আচমকাই পারদ চড়ে অস্বস্তি বেড়েছে। ভোরের বাতাসে কিছুটা স্বস্তি মিললেও, বেলা বাড়তেই সেই কোমল স্পর্শ হারাচ্ছে মুহূর্তেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅফিস টাইম থেকেই জ্বালা ধরাচ্ছে রোদ। এদিকে এমন অবস্থায় স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Office)।
আবহাওয়া দফতরের তরফে সৌরিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , ২১ থেকে ২২ তারিখের মধ্যে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই।
প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। এখানেই শেষ নয়, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়।
দুই এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
এদিকে ইতিমধ্যেই দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি রয়েছে।
যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি চলছে। কলকাতার ক্ষেত্রে হয়তো ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।
এটা স্বাভাবিকের থেকে প্রায় ৩-৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা বেশি রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -