Weather Update: শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
উত্তরবঙ্গে যখন চলছে তুমুল বৃষ্টি, তখন দক্ষিণে ভ্যাপসা গরম অব্যহত। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃহস্পতিবার কিছু জেলায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
যদিও বৃষ্টির জন্য কলকাতাবাসীকে অপেক্ষা করতে হবে সেই শনিবার পর্যন্ত। এখনই কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের তরফে, পশ্চিমের জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।হাওয়া অফিসের তরফে বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 'মাটির গরম ভাপ উঠছে ১০ ফুট ওপর পর্যন্ত। সেটা সেখানে স্থায়ী হচ্ছে বেশ কিছুক্ষণ তাই বাড়ছে আদ্রতা।'
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতি ও শুক্রবার।
শনিবার থেকে তাপপ্রবাহ থাকবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায়।পূর্বাভাসে বলা হয়েছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃষ্টি হতে পারে রবি, সোম ও মঙ্গলবার।
উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
তবে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা ? স্পষ্ট হবে চলতি সপ্তাহেই, অনুমান আবহবিদদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -