Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ! এল জরুরি আপডেট
রাজ্যে শৈত্যপ্রবাহ! রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ পশ্চিমের জেলায়। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে পারদ। কলকাতায় ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী পাঁচদিন তাপমাত্রার পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে।
উত্তরবঙ্গের জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাতে।
রাজ্যে শৈত্যপ্রবাহ! রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ পশ্চিমের জেলায়। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে পারদ। কলকাতায় ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা।
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায়। শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহ হবে ।
শনিবার ও রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলবে।
কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা।
উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের স্পেল উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের।
বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে ঢুকেছে। ক্রমশ দুর্বল হবে সিস্টেমটি।
উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। ঘূর্ণাবর্ত রয়েছে আসামে। ভিনরাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কেরল এবং মাহেতে। তামিলনাডু, পুদুচেরি, কড়াইকাল, কর্নাটকে ভারী বৃষ্টি হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -