Weather Update: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, খড়গপুরে দেওয়াল চাপা পড়ে মৃত ১
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। কলকাতা সহ বিভিন্ন জেলায় বিপর্যস্ত জনজীবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। অন্তত ৩০টি ওয়ার্ডে জল জমেছে।
মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, সালকিয়া, দাশনগর, লিলুয়া-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন।
কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় সমস্যায় মানুষ।
নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিতে জলমগ্ন ক্যানিংয়ের একাংশ।
ক্যানিং থানা এলাকার আয়ুব নগর, নন্দন পল্লি, মমতা পল্লি-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। বিপর্যস্ত জনজীবন।
সোনারপুরেও বিভিন্ন জায়গায় জমে গিয়েছে জল।
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা।
জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।
আজ থেকেই কমবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -