World Cup 2023: বিশ্বকাপ ফাইনাল ঘিরে তুমুল উন্মাদনা, ভারতের জয়ের আশায় জেলায় জেলায় চলছে পুজো, যজ্ঞ
বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের আশায় জেলায় জেলায় চলছে পুজো, যজ্ঞ। আমদাবাদে ফাইনাল হলেও গোটা দেশের মতো কলকাতাও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে। মেন ইন ব্লু-র সমর্থনে সেজে উঠেছে কলকাতার দক্ষিণের পাটুলি। রাস্তায় বিরাট-সামিদের বিশাল বিশাল কাট আউট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২ বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি বিরাট-ব্রিগেডের সামনে। জোহান্সবার্গের বদলাপুর হয়ে উঠবে আমদাবাদ? দেশের পাশাপাশি আশায় বুক বাঁধছে এ শহর। সকাল থেকেই উত্তেজনা ছোট থেকে বড়দের মধ্যে।
দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল দেখানোর প্রস্তুতি। তেরঙ্গা পতাকায় মুড়ে ফেলা হয়েছে শপিং মল। বিরাট-শামি-রোহিতদের কাট আউট দিয়ে সাজানো হয়েছে গোটা চত্বর।
উত্তর কলকাতার বিডন স্ট্রিটে ভারতীয় দলের জয়ের কামনায় মঙ্গল-যজ্ঞের আয়োজন করেছে আহিরীটোলা যুবকবৃন্দ।
আহিরীটোলা যুবকবৃন্দে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ যজ্ঞ, পুজো।
রবিবারের সকাল থেকেই বড়দের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় মেতেছে খুদেরাও। ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমেছে তারাও।
মেন ইন ব্লু-র সমর্থনে পাটুলিতে ড্রাম বাজানোর পাশাপাশি, ইন্ডিয়া ইন্ডিয়া বলে গলা ফাটাচ্ছেন ক্রিকেট-ভক্তরা।
ভারতের জয় হোক, এই কামনা নিয়ে জাতীয় পতাকা নিয়ে তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দেন মন্দিরের সেবায়েতরা। ভারতীয় ক্রিকেটারদের ছবি নিয়ে কীর্ণাহারে পদযাত্রায় সামিল হন স্থানীয় বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -