Airports Authority Of India Recruitment 2024: AAI-তে কাজের সুযোগ, কোন কোন পদে নিয়োগ? কারা করবেন আবেদন?

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া বা AAI-তে কাজের সুযোগ। একাধিক পদে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি। aai.aero এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সব মিলিয়ে ৮৫টা শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি

১৫ জন সিভিল, ২১ জন ইলেক্ট্রিক্যাল, ৯ জন কম্পিউটার সায়েন্স, ৩ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতো একাধিক পদে নিয়োগ করা হবে।
এছাড়াও নিয়োগ করা হচ্ছে ৫ জন মেকানিক, ৪ জন ড্রাফ্টম্যান, ৯ জন ইলেক্ট্রিসিয়ান।
ন্যূনতম ১৮ বছর বয়স হলেই করা যাবে আবেদন। প্রতিটি পদের জন্যই আবেদনের ঊর্ধ্বসীমা ২৬ বছর।
সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের ডিগ্রি কোর্স অথবা, ডিপ্লোমা পাসেও করা যাবে আবেদন।
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ITI/ NCVT সার্টিফিকেট থাকলে ITI ট্রেড পোস্টে আবেদন করা যাবে।
পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হবে। সেই নম্বরের উপর ভিত্তিকে করে হবে ইন্টারভিউ। এই দুই ধাপ পেরোলে হবে নথি যাচাই।
একেবারে শেষ ধাপে অর্থাৎ কাজে যোগ দেওয়ার আগে জমা দিতে হবে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট।
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -