IAS Success Story: দ্বাদশের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েও ইউপিএসসিতে ৩য় জুনায়েদ, কীভাবে এল সাফল্য ?
পড়াশোনায় খুব একটা ভাল ছিলেন না। কিন্তু তারপরেও পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে দেশের সবথেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ। তাঁর সাফল্যের রহস্য কী ? ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশের বিজনৌরের নাগিনা গ্রামে বড় হয়ে উঠেছেন জুনায়েদ আহমেদ। জুনায়েদের বাবা পেশায় একজন উকিল এবং তাঁর মা ছিলেন একজন গৃহকর্ত্রী। তাঁর এক দিদি ও দুই বোন আছেন। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
স্কুলে পড়ার সময় খুব একটা মেধাবী ছাত্র ছিলেন না তিনি। কোনওমতে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। তারপর নয়ডার সারদা বিশ্ববিদ্যালয় থেকে বি-টেক উত্তীর্ণ হন জুনায়েদ। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
স্নাতক স্তরে তিনি ৬৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন। তারপরই সিদ্ধান্ত নেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবেন তিনি। আর সেই পরীক্ষাতেও পাশ করেছেন জুনায়েদ। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
জামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে ভর্তি হন জুনায়েদ আহমেদ আর সেই সময় দিনে ৮-৯ ঘণ্টা করে পড়াশোনা করতেন তিনি। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
তিন তিনবার পরীক্ষায় বসেছেন জুনায়েদ। কিন্তু তিনবারই সম্পূর্ণরূপে ব্যর্থ হন তিনি। তবে এতে তাঁর মনোবল একটুও কমেনি। হাল ছেড়ে দেননি তিনি। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
দিনে চার ঘণ্টা করে ন্যূনতম পড়াশোনা চালিয়ে গিয়েছেন জুনায়েদ আহমেদ। আর সেভাবেই চতুর্থবারের পরীক্ষায় ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
সেবারে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ৩৫২ র্যাঙ্ক অর্জন করেন জুনায়েদ। কিন্তু তাঁর ইচ্ছে ছিল IAS হওয়ার। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
২০১৮ সালে পঞ্চমবারের প্রচেষ্টায় সারা দেশের মধ্যে ইউপিএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন জুনায়েদ আহমেদ। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
২০১৯ সালে তাঁর প্রশিক্ষণ শেষ হয়, উত্তরপ্রদেশের ঝাঁসিতে তাঁর ক্যাডার পোস্টিং হয়। পড়ার সিলেবাসের থেকেও পড়ার কৌশলের উপরেই বেশি জোর দিতেন জুনায়েদ আহমেদ। আর সেটাই তাঁর সাফল্যের মূলমন্ত্র। ছবি- জুনায়েদ আহমেদের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -