IELTS Registration: ঘরে বসেই নথিভুক্ত IELTS-এ, কীভাবে করবেন?
বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে কিংবা গবেষণার ইচ্ছে থাকলে প্রস্তুতি শুরু করতে হয় আগে থেকেই। পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক। তারই মধ্যে অন্যতম IELTS
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরীক্ষার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা যায়। International Development- Program (IDP) in India-তেই নাম রেজিস্টার করা যাবে। কিন্তু নাম নথিভুক্ত করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলি কী কী?
প্রথমেই www.ieltsidpindia.com- এই ওয়েবসাইটে লগ ইন করুন। সেখানেই দেখতে পাবেন- Register for IELTS- একটি অপশন রয়েছে। সেখানে Test Type বেছে নিতে হবে। অ্যাকাডেমিক, জেনারেল এরকম আলাদা টেস্ট টাইপ রয়েছে।
দুভাবে পরীক্ষা দেওয়া যায়, অনলাইনে এবং অফলাইনে। কোন মাধ্যমে পরীক্ষা দিতে চান সেটা ওখানে বেছে নিতে পারেন। ভারতের কোন শহরে পরীক্ষা দিতে চান সেই অপশনও পাবেন। সেটাও সুবিধামতো বেছে নিলেই Book Now অপশন আসতে, সেটা ক্লিক করুন।
একাধিক তারিখ ও সময়ের অপশন আপনি দেখতে পাবেন। তার মধ্যে যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা বেছে নিন। সেই সময়েই আপনার পরীক্ষা হবে। এবার বাকি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন। আপনার পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি আপলোড করতে হবে।
এবার পরীক্ষার ফি মিটিয়ে দিলেই আপনার মেল অ্যাকাউন্টে সেই সংক্রান্ত তথ্য় ই-মেল হিসেবে চলে আসবে।
ইংরেজি ভাষার উপর দক্ষতা কতটা রয়েছে তা বোঝার জন্য়ই IELTS পরীক্ষা নেওয়া হয়। এর পুরো নাম International English Language Testing System.
সারা বিশ্বেই ইংরেজি ভাষার উপর দক্ষতার মাত্রা (English language proficiency) কতটা তার পরীক্ষা হিসেবে এটি নেওয়া হয়ে থাকে। চারটি বিষয় দেখা হয় এই পরীক্ষায়। শোনার দক্ষতা (Listening), পড়ার দক্ষতা (Reading), লেখার দক্ষতা (Writing), বলার দক্ষতা (Speaking)
বিদেশে পড়াশোনা, চাকরির জন্য এই পরীক্ষায় নির্দিষ্ট স্কোর রাখা বাধ্যতামূলত। মূলত ৯টি ব্যান্ডে বিভক্ত এর স্কোরিং সিস্টেম।
সবচেয়ে নীচে রয়েছে ব্যান্ড ১ (Band 1), সবচেয়ে উপরে রয়েছে ব্যান্ড ৯ (Band 9)। লেখা, বলা, পড়া, শোনা- এই চারটি বিষয়ের উপর দক্ষতা কেমন তার উপর ভিত্তি করে ফাইনাল স্কোর আসে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -