International Literacy Day 2021: শিক্ষাই সুন্দর-স্বচ্ছ্বল সমাজের ভিত, আজ বিশ্ব সাক্ষরতা দিবস
আজ ৮ই সেপ্টেম্বর, আজ বিশ্ব সাক্ষরতা দিবস। আসুন, আজকের এই বিশেষ দিনে জেনে নিন এই দিনটির বিশেষ গুরুত্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর একটি সম্মেলনে ৮ সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
১৯৬৭ সালে প্রথমবারের মতো দিবসটি উদ্যাপিত হয়।
সাক্ষরতা একটি মানবীয় অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি। এই বার্তা ছড়িয়ে দিতেই পালন হয় সাক্ষরতা দিবস।
পৃথিবীর প্রায় ৭৭৫ মিলিয়ন অধিবাসীর ন্যূনতম প্রয়োজনীয় অক্ষরজ্ঞানের অভাব রয়েছে।
প্রাপ্তবয়স্ক প্রতি পাঁচজনের মধ্যে একজন এখনও শিক্ষিত নন এবং এই জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশই নারী।
বিশ্বের প্রায় ৬০.৭ মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত।
১৯৯৩ সালে ইউনেস্কো এই সংজ্ঞাটি নির্ধারণ করে। বর্তমানে যা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সাক্ষরতা প্রতিটি মানুষের অধিকার। জীবনে চলার পথে শিক্ষাই বাধা-বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়ার পথ সুগম করে তোলে।
ইউনেস্কোর একটি রিপোর্ট অনুসারে অঞ্চলভিত্তিতে দক্ষিণ এশিয়ায় প্রাপ্তবয়স্কদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম (৫৮.৬%)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -