Anger Management: হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন? নিয়ন্ত্রণ করুন কয়েকটি সহজ উপায়ে
রাগ এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তা ক্ষতিকর হয়ে পড়ছে
1/8
অনেক মানুষ রয়েছেন যারা কোনও সাধারণ কারণে হঠাৎ হঠাৎ রেগে যান। আর সেই রাগ এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তা ক্ষতিকর হয়ে পড়ছে।
2/8
মনোবিজ্ঞানে এই ঘটনাকে আবেগ হিসেবেই দেখা হয়ে থাকে। তবে অনেক সময় তা ক্ষতির কারণও হয়ে ওঠে।
3/8
যার প্রভাব পড়ে ব্যক্তিজীবন, সামাজিক ও পেশাগত জীবনে। এর জেরে টানা হতাশা, দুঃখ আসতে পারে। তাই অভ্যাস বদল খুব প্রয়োজন।
4/8
বাইপোলার ডিজঅর্ডার যাদের রয়েছে তাঁদের ক্ষেত্রে এই সমস্যা খুব প্রকট হয়। তাই আগেই বিরক্ত হবেন না। দেখুন কোনও সমাধান রয়েছে কি না।
5/8
মনকে অন্যদিকে ঘুরিয়ে দিন যে কোনও কাজের মাধ্যমে। পছন্দের গান শুনুন।অনাকাঙ্ক্ষিত বাক্যালাপ এড়িয়ে যান।
6/8
যার ওপরে রাগ হয়েছে, তাঁর সঙ্গে তখনই কথা বলার দরকার নেই। খানিক পরে কথা বলুন।
7/8
ভীষণ রাগ হলে বুক ভরে গভীর নিশ্বাস নিন। সেটিকে ধরে রাখুন। এরপর বাতাস ছেড়ে দিন।
8/8
রাতে ভাল ঘুম খুব প্রয়োজন। পর্যাপ্ত পুষ্টির অভাব হলেও কিন্তু রাগের সমস্যা দেখা যায়। রাগ নিয়ন্ত্রণে আনার জন্য ঘুমের এবং পুষ্টিকর খাদ্যর কোন বিকল্প নেই।
Published at : 08 Sep 2021 03:56 PM (IST)