Reading Speed : পড়ার গতি বাড়াবেন কীভাবে ?
দ্রুত গতিতে পড়ার সময় আমাদের প্রায়ই 'হোঁচট' খেতে হয়। সংশ্লিষ্ট বিষয় মজ্জাগত হতে দেরিও হয়ে থাকে মাঝেমধ্যে। ফলে, গতি কমে যায় পড়ার। আর তার জেরে নির্ধারিত সময়ের মধ্যে পঠন-পাঠন শেষ করা হয়ে ওঠে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সমস্যা বাড়তে থাকলে প্রভাব পড়তে পারে পড়ায়। কাজেই এর চটজলদি সমস্যা প্রয়োজন। কিন্তু, কীভাবে ? একাধিক উপায়ে পড়ার গতি বাড়ানো যেতে পারে।
প্রথমত, মন পরিষ্কার করে পড়ুন। তাতে কোনও বিষয় মজ্জাগত হতে দেরি হবে না।
সতেজ মন নিয়ে পড়লে দ্রুত তথ্য 'হজম করা' সম্ভব হয় । তাই সকালের গুরুত্বপূর্ণ পড়াশোনা সেরে নিন।
দ্বিতীয়ত, পুনরায় পড়া এড়িয়ে যান
যেসব শব্দ বা বাক্য ইতিমধ্যেই পড়ে ফেলেছেন তা পুনরায় পড়া এড়িয়ে যান। কারণ, তাতে পড়ার গতি কমে যাবে।
তৃতীয়ত, শব্দভাণ্ডারের উন্নতিসাধন। অর্থাৎ আপনার সংগ্রহে যত বেশি শব্দ থাকবে, কোনও কঠিন বিষয় উদ্ধার তত সহজতর হয়ে উঠবে।
নিজের শব্দভাণ্ডার বাড়ান। তাতে কোনও শব্দ না জানলে তার অর্থ খুঁজতে যে সময় ব্যয় হয়, তা এড়ানো যাবে
এছাড়া, কীভাবে কত সময়ের মধ্যে নিজেকে তৈরি করবেন তার একটা লক্ষ্য স্থির করুন
প্রতি দিন বা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে কত পাতা পড়বেন তার একটা লক্ষ্যমাত্রা স্থির করুন। নিজের উন্নতি যাচাই করে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -