Motivational Quotes: সবসময় নেতিবাচক মন্তব্য, অপমান ! কীভাবে জবাব দেবেন ? পথ দেখালেন জয়া কিশোরী
অনুপ্রেরণামূলক কথা বলার জন্যেই জনমানসে খুবই বিখ্যাত জয়া কিশোরী। গল্পের ছলে, নানা উপমায় তিনি জীবনের কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখান। ছবি- জয়া কিশোরীর ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলক্ষ লক্ষ মানুষকে নিজের কথায় প্রাণিত করে তোলেন জয়া কিশোরী। সাফল্য, জীবনভাবনা, প্রেম সব কিছু নিয়েই তাঁর উপদেশ মনকে শান্ত করে। ছবি- জয়া কিশোরীর ফেসবুক
প্রতিদিনই নিজের জীবনে কিছু না কিছু বাধা আসে, আর সেই বাধা কাটিয়ে ওঠার জন্য জয়া কিশোরীর এই কথাগুলি কাজে আসে। ছবি- জয়া কিশোরীর ফেসবুক
জয়া কিশোরী বলেন, 'একজন ভাল মানুষ হওয়া খুবই দরকার, ভাল মানুষ হওয়াই উচিত। কিন্তু নিজের এই ভাল মানুষ হওয়াটাকে সবসময় জনসমাজে জাহির করার কোনও দরকার নেই। আপনি নিজে কেমন, সেই সম্পর্কে নিজের ধারণা পরিস্কার রাখুন।' ছবি- জয়া কিশোরীর ফেসবুক
'জীবনে সংগ্রাম করতেই হবে আর সেই সংগ্রাম আপনার জীবনে খারাপ দিন ডেকে আনবে। কিন্তু এই সংগ্রামই আবার জীবনে ভাল দিনের সূচক হয়ে উঠবে।' ছবি- জয়া কিশোরীর ফেসবুক
জয়া কিশোরী বলেন, 'কখনও কখনও নিজে কিচ্ছু না করে চুপচাপ বসে দেখে যাও চারপাশের ঘটনা, জীবন থেকে নেতিবাচক মানুষগুলোকে সরিয়ে দিন।' ছবি- জয়া কিশোরীর ফেসবুক
'প্রতিদিনই কিছু কিছু ছোট সাফল্য নিজে উদযাপন করুন। জীবন সুখে-দুঃখে ভরা, সুখ এবং দুঃখের ভারসাম্য রয়েছে জীবনে।' ছবি- জয়া কিশোরীর ফেসবুক
জয়া কিশোরী মনোবল জুগিয়ে চলেন, 'নিজের প্রতি আশা হারাবেন না। প্রতিটা দিন উপভোগ করুন, নিজের সাফল্য উদযাপন করুন। আশা বাঁচিয়ে রাখুন।' ছবি- জয়া কিশোরীর ফেসবুক
'কঠিন সময়ে আপনার যখন পতন ঘটবে কারও সাহায্যের জন্য অপেক্ষা করবেন না, কেউ হাত বাড়িয়ে আপনাকে টেনে তুলবে একথা ভাববেন না।' ছবি- জয়া কিশোরীর ফেসবুক
'কঠিন সময়ে নিজেই সমস্যা থেকে মাথা তুলে উঠে দাঁড়াতে হবে। নিজের প্রতি ভরসা রাখুন এবং নিজেই নিজের পরিত্রাতা হয়ে উঠুন', উপদেশ দেন জয়া কিশোরী। ছবি- জয়া কিশোরীর ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -