Dolyatra 2024: 'কোনও রং দেওয়াই আর বাকি নেই..', বিষ্ণুপুরে বসন্ত উৎসবে মাতলেন সুজাতা ও সৌমিত্র
বিষ্ণুপুরে বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন সৌমিত্র খাঁ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুজাতার পাশাপাশি এদিন রঙের উৎসবের মাঝে ভোটের প্রচারও সারলেন তিনি।
সৌমিত্র খাঁ এদিন বলেন, হোলি নিয়ে আমরা বিষ্ণুপুরবাসী সবসময় মত্ত থাকি।
হোলি সমগ্র বাংলা তথা ভারতবাসীর কাছে রঙিন দিন। আমরা এদিন সকলেই মেতে উঠি, মন্তব্য সৌমিত্রর
বিষ্ণুপুরে বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল।
কচিকাঁচাদের সঙ্গে রঙ খেলতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে।অন্যদিকে মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
অন্যদিকে মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে বসন্ত উৎসবে শামিল হতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে।
বিষ্ণুপুরে এবার লড়াইয়ের ময়দানে রয়েছেন সুজাতা ও সৌমিত্র।
সুজাতা মণ্ডল বলেছেন, 'শ্বেতশুভ্র শাড়ি পরে এসেছিলাম, কিন্তু কোনও রং দেওয়াই আর বাকি নেই। আজকের দিনটা বিষ্ণুপুর লোকসভার মানুষের সঙ্গে আবির খেলছি।'
তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। বিজেপির প্রার্থী হয়ে ফের একবার সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন সৌমিত্র খাঁ।
জয়ের লক্ষ্য়কে সামনে রেখে ভোট প্রচারে নেমে পড়েছেন দুজনেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -