Mamata Banerjee: জমিজমা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটি, জেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের খতিয়ান
এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। সেখানে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ, বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা দিয়ে মমতা জানিয়েছেন তাঁর আয়ের পরিমাণ ও সম্পত্তির হিসেব।
৬৬ বছরের মমতা হলফনামায় জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা।
মমতা জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা।
২০১৭-১৮ অর্থবর্ষে ৮ লক্ষ ৩৫ হাজার ৩০০ টাকা আয় দেখিয়েছেন মমতা। ২০১৬-১৭ অর্থবর্ষে মমতা তাঁর আয় দেখিয়েছেন ৯ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা।
হলফনামায় মমতা জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১ লক্ষ ৭২ হাজার ৯১০ টাকা।
জানেন মমতার হাতে নগদ কত টাকা রয়েছে? হলফনামায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো জানিয়েছেন, ৬৯ হাজার ২৫৫ টাকা নগদ রয়েছে তাঁর হাতে।
দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মমতার। একটিতে সঞ্চিত রয়েছে ১২ লক্ষ ২ হাজার ৩৫৬ টাকা ৭১ পয়সা। অপর একটি ব্যাঙ্কে রয়েছে ১ লক্ষ ৫১ হাজার টাকা। এই অ্যাকাউন্টের টাকা নির্বাচনী খরচের জন্য। দুটি ব্যাঙ্কে মিলিতভাবে রয়েছে ১৩ লক্ষ ৫৩ হাজার ৩৫৬ টাকা ৭১ পয়সা।
হলফনামায় মমতা জানিয়েছেন, তাঁর কাছে ৯.৭৫ গ্রাম সোনার অলঙ্কার রয়েছে, যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা।
মমতা জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই। তাঁর নামে কোনও জমিজমাও নেই বলে হলফনামায় জানিয়েছেন মমতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -