Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Election Result 2024:স্মৃতি ইরানি একা নন, পরাজিত কেন্দ্রীয় মন্ত্রীদের নাম শুনলে চমকে যাবেন
দেড়মাসব্যাপী ভোটযজ্ঞের ফল বেরিয়েছে গত পরশু। এনডিএ হারেনি ঠিকই, তবে 'পারফরম্যান্স' ধাক্কা দেওয়ার মতো। অন্তত ১৩ জন কেন্দ্রীয় মন্ত্রী পরাজিত হয়েছেন। পশ্চিমবঙ্গে যেমন, বাঁকুড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে হেরে গিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ভোটের ব্যবধান ছিল ৩২ হাজার ৭৭৮। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও হেরে গিয়েছেন। ৩৯ হাজার ২৫০টি বেশি ভোট পেয়ে কোচবিহার আসন থেকে জেতেন তৃণমূলের জগদীশ চন্দ্র বাসুনিয়া।(ছবি:PTI)
কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের প্রতিমন্ত্রী, রাজীব চন্দ্রশেখরও হেরে গিয়েছেন এই লোকসভা ভোটে। তিরুবনন্তপুরম লোকসভা আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের শশী তারুর। ১৬ হাজার ৭৭ ভোটে রাজীবকে হারিয়েছেন শশী।(ছবি:PTI)
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তেনি হেরে গিয়েছেন সমাজবাদী পার্টির উৎকর্ষ বর্মার কাছে। ভোটের ব্যবধান ছিল ৩৪ হাজার ৩২৯। ২০২১ সালে, লখিমপুর খেরি-তে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, তাতে নাম জড়ায় অজয় মিশ্র তেনির ছেলের। (ছবি:PTI)
পরাজিত হয়েছেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। ঝাড়খন্ডের খুণ্ঠি লোকসভা আসন থেকে লড়েছিলেন তিনি। কংগ্রেসের কালীচরণ মুন্ডার সঙ্গে ১ লক্ষ ৪৯ হাজার ৬৭৫ ভোটের ব্যবধান ছিল তাঁর।(ছবি:PTI)
রেল, কয়লা এবং খনিমন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী, রাওসাহেব দাঁভে (ছবিতে বাঁদিকে) মহারাষ্ট্রের জালনা লোকসভা কেন্দ্র থেকে লড়ে কংগ্রেসের কল্যাণ কালের কাছে হেরে যান। ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৯ হাজার ৯৫৮।(ছবি:PTI)
উত্তরপ্রদেশের চান্দোলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে (ছবিতে মাঝে)। সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিং-র কাছে হেরে যান তিনি।(ছবি:PTI)
কেন্দ্রীয় কৃষি ও মৎস্যকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরি রাজস্থানের বারমের থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থানে শেষ করেন। উম্মেদা রাম বেনিওয়ালের সঙ্গে তাঁর ফারাক ৪ লক্ষ ১৭ হাজার ৯৫৩টি ভোট।(ছবি:PTI)
উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। হেরে যান সপা-র হরেন্দ্র সিং মালিকের কাছে। (ছবি:PTI)
অমেঠি থেকে লড়েছিলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু কংগ্রেসের কে এল শর্মার কাছে ১ লক্ষ ৬৭ হাজার ১৯৬ হাজার ভোটে হেরে যান। একসময়ে কংগ্রেসের খাসতালুক বলে পরিচিত অমেঠিতেই গত লোকসভা ভোটে রাহুল গাঁধীকে হারিয়েছিলেন স্মৃতি। এছাড়াও পরাজিত কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকায় রয়েছেন, এল মুরুগন, কপিল পাটিল এবং ভারতী পাওয়ার। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -