Sudha Murthy Quotes: সুখী দাম্পত্যের চাবিকাঠি কীসে ? বড় উপদেশ সুধা মূর্তির
সুখী দাম্পত্য পাওয়া জীবনের একটা অন্যতম লক্ষ্য। (ছবি ঋণ - পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুধা মূর্তি তাঁর নানা কথায় নিজের দাম্পত্যজীবনের কথা বলেন। (ছবি ঋণ - পিটিআই)
তাঁর কথায়, সুখী দাম্পত্যের জন্য ছেলে ও মেয়ে দুজনকেই কিছু জিনিস মানিয়ে নিতে হয়।(ছবি ঋণ - ফ্রিপিক)
অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজ যতো থাকে ততই সম্পর্ক ভালো।(ছবি ঋণ - ফ্রিপিক)
পারফেক্ট রিলেশন বলে সত্যিই কিছু হয় না বলেই মনে করেন সুধা।(ছবি ঋণ - ফ্রিপিক)
তাঁর কথায়, বিয়ে যখন করেছ, তখন আগামী জীবনের লড়াইটাও লড়তে বাধ্য।(ছবি ঋণ - ফ্রিপিক)
পাশাপাশি তাঁর পরামর্শ ছেলেদের বাড়ির কাজে সাহায্য করা উচিত। (ছবি ঋণ - ফ্রিপিক)
কারণ আগেকার দিনে মা-কাকিমারা সারাদিন বাড়ি থাকত। তাই গোটা সংসার সামলাতেন।(ছবি ঋণ - ফ্রিপিক)
এখন মেয়েদের পক্ষে অফিস সামলে বাড়ির সবকিছু সামলানো সহজ নয়। তাই ছেলেদের সাহায্য করা উচিত। (ছবি ঋণ - ফ্রিপিক)
দুজনকেই সমান সমানভাবে সবকিছুতে থাকতে হবে। তবেই সুন্দর হবে সম্পর্ক।(ছবি ঋণ - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -