Maharashtra Lockdown: ফিরল লকডাউনের স্মৃতি, করোনার কোপে থমকে নাগপুর-ঔরঙ্গবাদ
ফিরল ফাঁকা রাস্তা, বন্ধ দোকানপাটের সেই ভয়াবহ স্মৃতি। করোনার প্রকোপে ফের একবার লকডাউন মহারাষ্টের নাগপুর সহ বেশ কিছু অংশে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের অপ্রতিরোধ্য করোনা ভাইরাস। টিকা আবিষ্কার হলেও কমছে না করোনা সংক্রমমের প্রকোপ। ফের গোটা মহারাষ্ট্রে দেখা দিয়েছে কোভিড সংক্রমণ। আর তার জেরেই ফের লকডাউনের ভাবনা সরকারের।
আজ ঔরঙ্গবাদে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী ১৫ থেকে ২১ মার্চ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় লকডাউন হবে। ইতিমধ্যেই নাগপুর ও প্রভানি শহরে শুরু হয়ে গিয়েছে লকডাউন।
কড়াকড়ি রয়েছে পুণে সহ একাধিক এলাকায়। নিয়ন্ত্রিত করা হয়েছে বাজার দোকানও। তবে ছাড় রয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীতে।
দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৪৪৬ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮।
দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ।
ছবি সৌজন্যে: এএন আই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -