Lok Sabha Election 2024: মনোনয়ন জমার আগে রক্তদান দেবের! দিলেন রক্তদানের বার্তাও
ঘাটাল লোকসভা কেন্দ্রে তারকা-লড়াই। তৃণমূলের তারকা প্রার্থী দেব এই কেন্দ্রের ২ বারের সাংসদ। এবারও তিনিই প্রার্থী। এদিন মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে নতুন প্রতিশ্রুতি দিলেন তারকা প্রার্থী। বললেন, 'যত ভোট তত গাছ'। প্রবল গরমের প্রসঙ্গ তুলে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা বলেন। তখনই বলেন যত ভোট তিনি পাবেন ততগুলি গাছ লাগাবেন।
এদিন মেদিনীপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে রক্তদান করেন দেব। তিনি বললেন, 'এই গরমে ব্লাডব্যাঙ্কের অবস্থা খুব খারাপ। রক্ত ঝরাবেন না। রক্ত দান করুন। রক্ত দান মানে জীবন দান।'
নীল-সাদা বেলুনে সাজানো গাড়িতে চেপে রোড-শো করে মনোনয়ন জমা দিতে যান ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব।
কড়া রোদে জিপে দাঁড়িয়ে শুরু করেন শোভাযাত্রা। ভিড় করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এই গরমেও রাস্তায় পাশে ভিড় জমাতে দেখা যায় উৎসাহীদের। তাঁদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় দেবকে।
এবার ঘাটাল কেন্দ্র তারকার লড়াই। একদিকে বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ। অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থী দেব। ভোটের প্রচারে বারবার ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছেন দেব।
তিনি প্রথমে বলেছিলেন এবার আর নির্বাচনের দাঁড়াবেন না। যদিও মমতা-অভিষেকের সঙ্গে কথা বলার পরে মত বদল করেন তিনি। ঘাটালের দুবারের তারকা সাংসদকে ফের ওই কেন্দ্রেই প্রার্থী করে তৃণমূল।
ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে এমন আশ্বাস পেয়েই তিনি রাজনীতিতে থেকে গিয়েছেন বলে জানিয়েছিলেন। দেবের হয়ে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আশ্বাস দিয়েছেন।
এবার ঘাটালের প্রচারে যখনই দেব ছিলেন, তখনই তাঁকে দেখতে ভিড় উপচে পড়েছে। নিজের কেন্দ্র শুধু নয়, রাজ্যের অন্য কেন্দ্রেও তারকা প্রচারক হিসেবে দলের হয়ে ভোট প্রচারে গিয়েছেন দেব। তারই সঙ্গে নজর দিয়েছেন নিজের কেন্দ্রেও।
এদিনও মনোনয়ন দেওয়ার আগে পরিবেশ-বার্তাও দিলেন তিনি। যত ভোটে পাবেন গোটা ঘাটালে ততগুলি গাছ লাগাবেন বলেও বার্তা দিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -