Rachna Banerjee: রামনবমীতে হনুমান মন্দিরে দিলেন পুজো, প্রচারে বেরিয়ে BJP-কে খোঁচা TMC প্রার্থী রচনার
ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো দিলেন এদিন রচনা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'রাম কবে বিজেপির হল ? রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের', পুজো সেরেই প্রশ্ন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যয়ের।
চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন রচনা।
সেখান থেকে ১৯,২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পুজো দেন ও জনসংযোগ করেন।
প্রচন্ড গরমে বিভিন্ন এলাকায় চলে তাঁর প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন,' সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি।'
বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড গরমের মধ্যেও যারা আমাকে আশীর্বাদ করছে,তাঁদের ধন্যবাদ জানাই বলেন রচনা।
রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের এটা বিজেপির কবে থেকে হল ? প্রশ্ন তোলেন তিনি।
রচনা স্পষ্ট বলেন, এরা সবার। আমরা সব ঠাকুরকে পুজো করি।
লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি, জানান হুগলির তৃণমূল প্রার্থী।
তিনি আরও জানান, যেখানে যেখানে, রামের পুজো হচ্ছে আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -