Lok Sabha Polls 2024: সায়নীকে শুভেচ্ছা ফুল বিক্রেতার, যাদবপুরে ভোট প্রচারে TMC প্রার্থী
ভোটের মুখে জোরকদমে প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ১০৪ ওয়ার্ডে ভোটপ্রচারে নামেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
তবে বলাইবাহুল্য লোকসভা ভোটে এই কেন্দ্র নজর প্রত্য়েকটা রাজনৈতিক দলেরই।
একেই 'কাজ হয়নি আগে',সম্প্রতি সায়নীর প্রচারের মাঝেই এই অভিযোগ নিয়ে সামনে দাঁড়িয়েছিল স্থানীয়রা।
যদিও সায়নী স্পষ্ট জানিয়েছিলেন, আগে কী হয়েছে সেটা না ভাবতে, তবে তাঁকে ২৪ ঘণ্টাই পাবে যাদবপুরবাসীর।
গত বৃহস্পতিবার বিকেলে যাদবপুরের বদলে সায়নীকে দেখা গিয়েছিল কলকাতা দক্ষিণে।
সম্প্রতি ভোটের আগে গড়িয়াহাট মোড়ে দাবা খেলায় মত্ত হন যাদবপুরের তৃণমূল প্রার্থী।
তবে ভোটের প্রচার নয়, দাবার ঘুটি হাতে ছবির প্রচার করেন ওইদিন তৃণমূলের তারকা প্রার্থী ।
সায়নী বলেছেন,' সৃজনই প্রতিদ্বন্দ্বী। বিজেপি ফ্য়াক্টর না। তবে আমি আত্মবিশ্বাসী যে আমিই জিতব।'
রাজনীতির ময়দানে সায়নী ঘোষ প্রতিপক্ষকে চেকমেট করতে পারেন কিনা তা জানা যাবে ৪ জুন, ভোটের ফল বেরনোর পর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -