Madan Mitra : বাইরে উৎসব চলবে. রাত ১২টার আগে বেরোতে পারবে না বিরোধীরা, যজ্ঞ করে হুঁশিয়ারি মদনের
দমদম দাওয়াই। বাম আমলে একটা সময় দমদমে যে কথা মুখে মুখে ঘুরত, এবার লোকসভা ভোটের শেষ দফার আগে সেই কথাই শোনা গিয়েছে মদন মিত্রর গলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘদিন অসুস্থ থাকার পর, কয়েকদিন আগে লভোটের ময়দানে আচমকা দেখা যায় মদন মিত্রকে। ৭ দফা ভোটের আগে মদন মিত্র হুঁশিয়ারি দেন, তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে।
ফল ঘোষণার আগের দিনও মদন মিত্রর মুখে শোনা গেল 'দমদম দাওয়াই'কথা। 'এই দাওয়াই ভোটের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়'হুঙ্কার মদনের ।
এদিন ফের ভবানীপুরে মদন মিত্রকে পাওয়া গেল ফুল ফর্মে। সেজেগুজো বসে পড়লেন যজ্ঞে। প্রধানমন্ত্রীর নাম না করেই আক্রমণ শানালেন ভন্ড সন্ন্যাসী বলে।
মদন মিত্রের হুঁশিয়ারি, 'দমদম দাওয়াই পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায়। গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে'
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বললেন, টিভিতে যে-সব ফল দেখছেন, ওগুলো ভুয়ো ! এভাবেই এগজিট পোলের হিসেবকে খোঁচা দিলেন মদন মিত্র। বললেন, বাইরে উৎসব চলবে. রাত ১২টার আগে বেরোতে পারবে না বিরোধীরা
'আমরা শুধু কালকের দিনটার জন্য ওয়েট করছি', হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। তারপর বসলেন পুজোয়। কর্মীদের মনোবল জুগিয়ে বললেন, তৃণমূল ভাল ফল করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -