Panchayat Election 2023: 'কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না', ভোটের প্রচার শুরু মমতার
কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে পঞ্চায়েত ভোট, বিএসএফকে (BSF) নিশানা মমতার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন মমতা অভয় দিয়ে বলেন, 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল।'
তিনি আরও বলেন, ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ। বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান। কোচবিহারে বিএসএফ-এর গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে।'
একুশের বিধানসভা নির্বাচনের দিন ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণের দিন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের। ভোটপ্রচারের প্রথমদিনেই সেই কোচবিহারের মাটিতেই সেই ঘ
' গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েতে জিতে সেই টাকা আদায় করে ছাড়বে তৃণমূল', হুঁশিয়ারি মমতার।
এদিন ফের অভিযোগ তুলে বলেন,' একশ দিনের কাজে ৭ হাজার কোটি পাওনা টাকা দেয়নি কেন্দ্র। বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র'
' লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব', এদিন পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরুর দিনেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন তিনি আরও বলেন, 'পঞ্চায়েত নির্বাচনের দুমাস আগে থেকে কর্মীদের মত নেওয়া হয়েছে, পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব'
' পুলিশকে বলেছি গুলি চালালে গ্রেফতার করবে, এফআইআর হবে', স্পষ্ট করলেন এদিন মমতা।
সভার পর জলপাইগুড়িতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর, সেখানেই রাত্রিবাস। আগামীকাল মালবাজার ব্লকের ক্রান্তিতে মমতার দ্বিতীয় নির্বাচনী সভা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন কলকাতায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -