Bengali Film Song: পারমিতার লেখা গানে অচেনা ভূমিকায় দেবলীনা, রেকর্ডিং হল 'মায়াবিনী কুহকিনী'-র
'হেমা মালিনী' ছবির ঘোষণা আগেই করেছিলেন পরিচালক পারমিতা মুন্সী (Paromita Munshi)। জোরকদমে চলছে সেই ছবির শ্যুটিং ও অন্যান্য কাজও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর সম্প্রতি হয়ে গেল নতুন এই ছবির একটি গানের রেকর্ডিং। একটি নাইট ক্লাবের ক্যাবারের দৃশ্য, নাচ গানের প্রেক্ষাপটে পর্দায় দেখা যাবে এই গানটি।
গানটির নাম 'মায়াবিনী কুহকিনী'। এই গানটি লিখেছেন ছবির পরিচালক নিজেই। গানটিতে সুর দিয়েছেন মেঘ বন্দ্যোপাধ্যায়। উনি এই সিনেমার সঙ্গীত পরিচালক।
মহিলাকণ্ঠে গানটি গেয়েছেন সঞ্চয়িতা তালুকদার। পেশায় শিক্ষিকা সঞ্চয়িতার এটাই প্রথম সিনেমায় প্লেব্যাক।
পুরুষকণ্ঠে এই গেয়েছেন, প্রফেসর ড: সুজয় বিশ্বাস ও সঙ্গীত পরিচালক মেঘ। সুজয় বিশ্বাসেরও এটি প্রথম প্লেব্যাক। তাঁকে দেখা যাবে বারের মালিক প্রমিত সেনের ভূমিকাতেও।
এই গানটি গাইতে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্ত (Deboleena Dutt)-কে। গানটির শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার এক অভিজাত পানশালায়।
পারমিতা মুন্সির নতুন এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty)। কমেডির মোড়কে এক জীবনবোধের গল্প বলবে নতুন ছবি 'হেমামালিনী'।
সদ্যই এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। চিরঞ্জিত ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, পাপিয়া রাও, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা দে, সুজয় বিশ্বাস ও দেবলীনা দত্ত।
এই ছবিতে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ। নাম ধর্মেন্দ্র দত্ত। মধ্যবিত্ত ছাপোষা এই চিকিৎসকের হঠাৎ দেখা হয় হেমামালিনীর সঙ্গে। কে এই হেমামালিনী?
গল্প বলছে, তার আসল নাম নাকি মালিনী। কোর্টে গিয়ে তিনি নিজেক নাম বদলে করেছেন হেমামালিনী। এহেন ধর্মেন্দ্র আর হেমামালিনীর দেখা হলে, কোন পথে এগোবে তাঁদের সম্পর্ক? কমেডি ছবির মোড়কে এক বার্তাবহ গল্প বলবে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -