Panchayat Election 2023: ভোট সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বাম-কংগ্রেস-আইএসএফ-র, আক্রান্ত BJP কর্মীর বাড়িতে প্রিয়ঙ্কা
বোমাবাজির প্রতিবাদে কলকাতায়, একযোগে মিছিল করল বাম-কংগ্রেস এবং ISF।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধর্মতলা থেকে শুরু করে লেনিন সরণী হয়ে এন্টালি মার্কেট পর্যন্ত মিছিল হয়।
ধিক্কার মিছিল থেকে তোলা হয় ভোট লুঠ, গণনায় কারচুপি, লাগামহীন সন্ত্রাস এবং হিংসার অভিযোগ।
অপরদিকে, হাবড়া ২ নম্বর ব্লকে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
এর আগে কলকাতা পুরভোটের সময় এর আগে বিজেপির হয়ে মমতা বিপরীতে ভবানীপুর থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয়ঙ্কা।
এদিকে, রাজ্যের যখন ভোট সন্ত্রাস ঘিরে নিহতের বহর ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বাংলায় এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আজ প্রতিনিধি দল একদিকে গিয়েছে বাসন্তীতে। পাশাপাশি হাবড়ায় এলেন প্রিয়ঙ্কা।
স্বাভাবিকভাবেই দলীয় কর্মীদের মধ্যে যারা হিংসার শিকার হয়েছেন এই ভোট সন্ত্রাসে, নিহতদের বাড়ি গিয়ে দেখা করলেন তিনি।
অপরদিকে, শহরের রাজপথে এই হিংসার প্রতিবাদে নেমেছেন বামেদের বর্ষীয়ান নেতা বিমান বসু।
এদিন আক্রান্তর পরিবারের সঙ্গে দেখা করে কথা বললেন প্রিয়ঙ্কা।
মৃত্যুমিছিল চাইনা, বলে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ বাম-কংগ্রেস-আইএসএফের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -