Narendra Modi : ফ্রান্সের মাটিতে পা রাখলেন মোদি, দেখে নিন সফরের গুরুত্বপূর্ণ দিকগুলি
ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেল ৪টের সময় প্যারিসে পৌঁছেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক বিমানবন্দরের ফরাসী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফ্রান্স সফরে বিশেষ অতিথি হিসেবে বাস্তিল দিবসের উদযাপনে অংশ নেবেন।
বৃহস্পতিবার বাস্তিল দিবস। সেই উপলক্ষে সে দেশে বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ।
এই সফরের ফলে দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ফ্রান্স সফরের আগে প্রধানমন্ত্রী বলেন, এই সফর তাঁর কাছে যথেষ্ট তাৎপর্যবহ।
মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদির ফ্রান্স সফর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। সূত্রের খবর, প্রতিরক্ষা বিষয়ক জরুরি কথাবার্তা ও চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছরে ভারত যেসব দেশ থেকে সামরিক সামগ্রী আমদানি করেছে তারমধ্যে ফ্রান্স অন্যতম।
বাস্তিল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবে ভারতীয় স্থল, বায়ু এবং নৌ সেনা বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -