Panchayat Poll 2023: 'ভোট লুঠে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল', BJP-র প্রতিবাদ সভায় কটাক্ষ শুভেন্দুর
পঞ্চায়েত ভোটে কারচুপি ঘিরে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅশোকনগরে তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট খেয়ে ফেলার মতো গুরুতর অভিযোগও উঠেছে। আর এই সবই ক্ষোভের আকারে বাইরে বেরিয়ে আসছে।
আর এদিন কলেজ স্কোয়ারের বিক্ষোভ মঞ্চ থেকে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ভোট লুঠ করতে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল।'
পাশাপাশি এদিন বিরোধী দলনেতা আরও বলেন, 'আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তথ্য ফাঁস করব'
অপরদিকে, '২১ জুলাই বিডিও অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা', হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
ভোট সন্ত্রাসের প্রতিবাদ এবং ভোট ঘিরে কারচুপির অভিযোগ উঠেছে, তা নিয়েই এদিন মূলত বিজেপির মিছিল।
যদিও এদিনের মিছিলে মেলেনি পুলিশের অনুমতি, তবুও মিছিলে অনড় ছিল বিজেপি।
কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। কলেজ স্কোয়ারের সভামঞ্চে পৌঁছে যান সুকান্ত-দিলীপরা। সভামঞ্চে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী।
বিজেপির তরফে স্পষ্ট চ্যালেঞ্জ ছোড়া হয়। বলা হয়, ' ৩৫-এর থেকেও বেশি আসনে লোকসভায় বিজেপি জিতবে।'
এদিন বিজেপির প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু-সুকান্ত-দিলীপদের পাশাপাশি লকেট-অগ্নিমিত্রারাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -