PM Modi Celebration:'এনডিএ'-র পারফরম্যান্সে ধাক্কা সত্ত্বেও সদর দফতরের বক্তৃতায় আত্মবিশ্বাসী মোদি
২০১৪, ২০১৯ সালের পর ২০২৪। বারাণসীতে জয়ের ধারা ধরে রাখলেও প্রাপ্ত ভোটের হার কমেছে নরেন্দ্র দামোদরদাস মোদির। সার্বিক ভাবে ধাক্কা খেয়েছে 'এনডিএ', এখনও পর্যন্ত ২৯৪টি আসনে এগিয়ে তাার। ২৩২টি আসনে এগিয়ে 'ইন্ডিয়া' জোট। প্রধানমন্ত্রী অবশ্য 'পারফরম্যান্সের' তুল্যমূল্য বিচারে আপাতত নজর দিচ্ছেন না। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতে, বিজেপির সদর দফতরে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশে চওড়া হাসি হাসতে দেখা যায় তাঁকে। পিছনে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। (ছবি:PTI)
পরে, সেখানেই সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 'বিজেপি একা যত আসন জিতেছে, বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েও তত আসন জিততে পারেনি।' (ছবি:PTI)
পরিসংখ্যানের নিরিখে যেখানে ২০১৯ সালে নরেন্দ্র মোদির প্রাপ্ত ভোটের হার ছিল ৬৩.৬২ শতাংশ, সেখানে এবার ৫৪.২৪ শতাংশ ভোট পেয়েছেন বিজেপি নেতা। (ছবি:PTI)
নিজের কেন্দ্রেই তাঁর প্রাপ্ত ভোটের হার কমল কেন? এই নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে। একটি কারণ অবশ্যই কংগ্রেস-সমাজবাদী পার্টির আসন সমঝোতা। এর ফলেই এবার বারাণসী থেকে প্রার্থী দেয়নি সপা। (ছবি:PTI)
তবে শুধু আসন সমঝোতা নাকি আরও কিছুরও জের রয়েছে? এবার কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের প্রাপ্ত ভোটের হার বেড়ে দাঁড়িয়েছে ৪০.৭৪ শতাংশে। (ছবি:PTI)
মাত্র পাঁচ বছরে কী এমন বদলে গেল যে বারাণসীতে ভোটের হার কমল নরেন্দ্র মোদির? সার্বিক ভাবে এনডিএ জোটের পারফরম্যান্সই বা গত দুবারের তুলনায় ধাক্কা খেল কেন? (ছবি:PTI)
এই ব্যাপারে অবশ্য একটি শব্দও নিজের এক্স হ্যান্ডেলে উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং, এনডিএ-র উপর তৃতীয় বার আস্থা রাখার এই ধারাকে ভারতের ইতিহাসের স্মরণীয় মুহূর্ত বলে পোস্ট করেছেন তিনি। (ছবি:PTI)
পরে বিজেপির সদর দফতরের বক্তৃতায় বলেন, 'এনডিএ যে তৃতীয় বার সরকার গড়বে, সে নিয়ে আমরা নিশ্চিত।' (ছবি:Narendra Modi Facebook)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -