Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Real Madrid Sign Mbappe: সইসাবুদ শেষ, রিয়াল মাদ্রিদে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন কিলিয়ান এমবাপে?
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ৩ জুন সরকারিভাবে রিয়াল মাদ্রিদের হয়ে সই করে ফেললেন কিলিয়ান এমবাপে। পাঁচ বছরের চুক্তিতে লস ব্লাঙ্কোসে যোগ দিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহু বছর ধরেই এমবাপের মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা শোনাই যাচ্ছিল। ২০২২ সালে তাঁকে সই করার খুব কাছেও চলে এসেছিল মাদ্রিদ। তবে সেবার পিএসজিতেই রয়ে যান তিনি।
তবে দুই বছর শেষে পিএসজির সঙ্গে সেই চুক্তি শেষে স্পেনের রাজধানীর ক্লাবের হয়ে সই করলেন এমবাপে। নতুন ক্লাবের হয়ে সই করার পরেই অতীতের স্মৃতিচারণ করেন ফরাসি বিশ্বজয়ী।
সোশ্যাল মিডিয়ায় ছোটবেলায় রিয়াল জার্সিতে একাধিক ছবি দিয়ে এমবাপে স্বপ্নপূরণের কথা বলেন। তিনি লেখেন, 'স্বপ্ন সত্যি হল আজ। আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত এবং গর্বিত। আমি যে ঠিক কতটা উত্তেজিত, তা বলে বোঝাতে পারব না। আপনাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি মাদ্রিস্তা। আপনাদের অনবদ্য সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। হালা মাদ্রিদ।'
তবে রিয়াল মাদ্রিদে কত নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে এমবাপেকে? তিনি কিন্তু নিজের প্রাক্তন ক্লাব পিএসজিতে সাত নম্বর জার্সি পরেই মাঠে নামতেন। তবে রিয়ালে সেই জার্সি নম্বরের মালিকের নাম ভিনিসিয়াস জুনিয়র।
সাত নম্বরের বিকল্প হিসাবে ১০ নম্বর জার্সি পরেও খেলতে পারতেন এমবাপে। ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনি সেই নম্বরের জার্সি পরেই মাঠে নামেন তিনি। কিন্তু রিয়ালে সেই জার্সির অধিকারী লুকা মদ্রিচ। কিংবদন্তি তারকার থেকে তাই সেই জার্সি নম্বরও এমবাপের দখলে যাওয়ার সম্ভাবনা কম।
খবর অনুযায়ী, লুকা মদ্রিচকে সম্মান জানাতেই এমবাপে ১০ নম্বর জার্সির বিষয়ে প্রশ্নও করেননি।
সেক্ষেত্রে সম্ভবত নয় নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা যেতে পারে এমবাপেকে। ঘটনাক্রমে, তাঁর আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই নয় নম্বর জার্সি পরেই নিজের প্রথম মরশুমে লস ব্লাঙ্কোসের হয়ে মাঠে নেমেছিলেন।
এমবাপেও হয়তো আসন্ন মরশুমে সেই নয় নম্বর জার্সিতেই মাঠে নামতে চলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -