WB election 2021: 'খেলা হবে' সন্দেশ! কোথায়? দামই বা কী?
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ছে। আর সেই রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে প্রবল জনপ্রিয় হয়েছে 'খেলা হবে' স্লোগান। এবার বাজারে চলে এল খেলা হবে সন্দেশ, সঙ্গে দোসর তৃণমূল ও বিজেপির প্রতীক দিয়ে তৈরি মিষ্টিও।।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের জোড়া ফুল, বিজেপির পদ্মফুল আর খেলা হবে সন্দেশ নিয়ে এবার বাজার ধরার খেলায় মিষ্টান্ন ব্যবসায়ীরা।
অভিনব এই মিষ্টি তৈরির উদ্যোক্তা বর্ধমানের নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার সৌমেন দাস।
মিষ্টান্ন ব্যবসায়ী সৌমেনবাবু জানিয়েছেন, তাঁরা দেখেছেন এবারের ভোটে মূল লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির মধ্যে। তাই তৃণমূলের জোড়া ফুল আর বিজেপির প্রতীক পদ্মফুল সন্দেশ বানিয়েছেন তিনি। দুটি মিষ্টির স্বাদও আলাদা।
তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের মিষ্টি তৈরি করা হয়েছে রাবড়ি দিয়ে। দাম প্রতি পিস ১০ টাকা।
বিজেপির পদ্ম মিষ্টি তৈরি হচ্ছে খাঁটি নলেন গুড় দিয়ে। দামও তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল মিষ্টির থেকে বেশি। বিজেপির পদ্ম ফুল মিষ্টির দাম প্রতি পিস ১৫ টাকা। ছবি ও তথ্য: কমলকৃষ্ণ দে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -