2021 Womens Day Pics: 'প্রত্যেকদিনই নারীদিবস', মা-বোনের ছবি পোস্ট করে বার্তা কঙ্গনার
দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। (ছবি সৌজন্য - কঙ্গনা রানাউত ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেন 'থালাইভি' অভিনেত্রী। (ছবি সৌজন্য - কঙ্গনা রানাউত ট্যুইটার)
তাঁর জীবনের কয়েকজন কাছের মানুষদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন কঙ্গনা। (ছবি সৌজন্য - কঙ্গনা রানাউত ট্যুইটার)
'ধক্কড়' অভিনেত্রী লেখেন, প্রত্যেকদিনই নারীদিবস। কাছের নারীদের সঙ্গে কিছু পছন্দের মুহূর্ত ভাগ করছি। সকলকে নারী দিবসের শুভেচ্ছা। (ছবি সৌজন্য - কঙ্গনা রানাউত ইনস্টাগ্রাম)
এদিন মা, বোন রঙ্গোলী চান্দেল ও বোনের ননদের ছবি পোস্ট করেন কঙ্গনা। (ছবি সৌজন্য - কঙ্গনা রানাউত ইনস্টাগ্রাম)
জয়ললিতার বায়োপিক 'থালাইভি' ছবিতে দেখা যাবে কঙ্গনাকে। এছাড়া, 'ধক্কড়' ও 'তেজস' ছবিতেও অভিনয় করেছেন তিনি। (ছবি সৌজন্য - কঙ্গনা রানাউত ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -