Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bollywood: উচ্চশিক্ষিত হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছেছেন এমন ১০ বলিউড তারকা
রিচা চাড্ডা - 'স্টিফেনস কলেজ' থেকে স্নাতক পাশ করেছেন। সেই সঙ্গে 'সোফিয়া কলেজ' থেকে সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় স্নাতকোত্তর ডিপ্লোমাও করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা আলি খান - ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার আগে নিউ ইয়র্কের 'কলাম্বিয়া ইউনিভার্সিটি' থেকে স্নাতক পাশ করেছেন সারা আলি খান।
রীতেশ দেশমুখ - 'কমলা রহেজা বিদ্যানিধি ইনস্টিটিউট অফ আর্কিটেকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ' থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক পাশ করেছেন।
পরিণীতি চোপড়া - তিন তিনটি অনার্স ডিগ্রি রয়েছে নায়িকার। বিজনেস, ফিনান্স ও অর্থনীতিতে ইংল্যান্ডের 'ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল' থেকে স্নাতক হয়েছেন তিনি।
রণবীর সিংহ - ব্লুমিংটনের 'ইন্ডিয়ানা ইউনিভার্সিটি' থেকে কলাবিভাগে স্নাতক পাশ করেছেন তিনি।
প্রীতি জিন্টা - অভিনেত্রীর একটি ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে ক্রিমিনাল সাইকোলজিতে, রয়েছে স্নাতোকত্তর ডিগ্রিও। এছাড়া ইংরেজিতেও তাঁর অনার্স ডিগ্রি রয়েছে।
রণদীপ হুডা - এই অভিনেতার 'বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট'-এ ব্যাচেলার্স ও মাস্টার্স ডিগ্রি রয়েছে।
জন আব্রাহাম - 'জয় হিন্দ কলেজ' থেকে জন আব্রাহাম অর্থনীতিতে স্নাতক পাশ করেছেন।
বরুণ ধবন - লন্ডনের 'নটিংহম ট্রেন্ট ইউনিভার্সিটি' থেকে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে তাঁর।
সোনম কপূর - 'ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন' থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -