Abar Bochhor Kuri Pore Premier: 'আবার বছর কুড়ি পরে' ছবির প্রিমিয়ারে চাঁদের হাট
মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'আবার বছর কুড়ি পরে'। পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীমন্ত সেনগুপ্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অর্পিতা চট্টোপাধ্যায়।
ছবির প্রথম লুক, ট্রেলার, গান সবকিছুই উত্তেজনার পারদ চড়িয়েছিল দর্শক মহলে। সম্প্রতি শহরের এক প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ার হয়ে গেল।
প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলী, পরিচালক, সঙ্গীতশিল্পীরাও।
পাহাড়ের কোলে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে একদল বন্ধু। সামনে অস্ত যাচ্ছে সূর্য। বন্ধুত্বের দিনে প্রকাশ পেয়েছিল পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবির ফার্স্ট লুক। গোটা ছবির শ্যুটিংই হয় পাহাড়ে।
নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া, বাঁচতে ভুলে যাওয়া বন্ধুদের 'আবার বছর কুড়ি পর' যদি দেখা হয় তাহলে? এমনই অন্যরকম এক প্রেক্ষাপটে ছবির গল্পকে বুনেছেন পরিচালক।
বিভিন্ন শহরে অবস্থিত বন্ধুরা কী ভাবে সমস্ত প্রতিকূলতাকে পরাজিত করেন এবং সকলে একসঙ্গে দেখা করেন, সেই নিয়ে তৈরি গোটা সিনেমা।
হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরে কি আসবে এত বছর পর? না কি বন্ধুর ডাক উপেক্ষা করে সংসার ছেড়ে ফিরবে না কেউ? ট্রেলারে বার বার দর্শকের মনে উঠে আসে এই প্রশ্নটাই।
দর্শক যাঁরা ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন তাঁদের মতে এই ছবি স্কুলের স্মৃতি ফিরে নিয়ে আসবেই।
কিশোর বয়সের বন্ধুত্ব কেমন থাকে কুড়ি বছর পর? ভাল মুহূর্ত বেশি মনে পড়ে না কি মন খারাপ ভিড় করে আসে! সেই গল্পই বলবে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -