রান্না পারেন না আবীর, মধুমিতার পছন্দ প্রোটিন বার, বিপণির উদ্বোধনে এসে জানালেন দুজনে
হঠাৎ শহরের রাস্তায় আবীর চট্টোপাধ্যায় আর মধুমিতা সরকার? নতুন ছবির শ্যুটিং? রহস্য ভাঙল হাওড়া এবং ভবানীপুরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা শার্ট আর হালকা সবুজ ব্লেজারে ঝলমল করছিলেন আবীর, অন্যদিকে কালো পোশাকে মানানসই মধুমিতা। একটি বিপণির উদ্বোধনে হাজির হয়েছিলেন তাঁরা।
হাওড়া ও ভবানীপুরে এদিন 'ডেইলি'জ' এর দুটি বিপণি আউটলেটের উদ্বোধন করেন তাঁরা। এবিপি লাইভের মুখোমুখি হয়ে জানান নিজেদের পুজোর পরিকল্পনাও।
সক্ষম মোহতার উদ্যোগে আপাতত শহরে এই দুটি আউটলেটের উদ্বোধন হয়েছে। অনলাইন বা অফলাইনে কেনাকাটা করলে এক ঘণ্টার মধ্যে ক্রেতাদের কাছে পৌঁছে যাবে সামগ্রী। ভবিষ্যতে সামগ্রী পৌঁছনোর জন্য পরিবেশবান্ধব যানবাহনও।
বিপণির উদ্বোধন করে পুজোয় স্বাস্থ্য বজায় রাখার টিপস দিলেন মধুমিতা। অনুরাগীদের উপদেশ দিলেন প্রোটিন বার আর হেলথ ড্রিঙ্ক খেতে।
পুজোর কেনাকাটা কতদূর মধুমিতার? ঠোঁট ফুলিয়ে নায়িকা জানালেন, এখনও তাঁর পুজোর শপিংই হয়নি। নিজের জন্য ৩টে আর মায়ের জন্য আরও ৫টা শাড়ি কেনা বাকি।
বিপণির উদ্বোধন করলেন, কিন্তু নিজে রান্না বা বাজার করতে কতটা পটু আবীর? হাসতে হাসতে অভিনেতা জানালেন, এর কোনোটাই তিনি পারেন না। তবে লকডাউনে অন্তত বাড়িতে কী কী নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে জেনে গিয়েছেন।
মধুমিতা জানালেন, গোটা বিপণি মধ্যে তাঁর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে প্রোটিন বার ও হেলথ ড্রিক। পুজোর আগে জরুরি ফিটনেসের বার্তাও দিলেন অভিনেত্রী। দোকানে আসা ক্রেতাদের সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন আবীর মধুমিতাও।
এই বিপণিতে একই ছাদের তলায় মিলবে যাবতীয় প্রয়োজনীর জিনিস থেকে ওষুধপত্রও
আবীর মধুমিতা সহ সবারই আশা, করোনা পরিস্থিতিতে মানুষের সাহায্যই করবে ডেইলি'জ এর পরিষেবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -