Neha Dhupia Baby Bump: হবু সন্তানের সঙ্গে পুল পার্টিতে মজলেন নেহা ধুপিয়া, দেখে নিন ছবিগুলো
অপেক্ষার বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই কোল আলো করে আসবে সন্তান। তারই প্রার্থনায় বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহা ধুপিয়া এবং তাঁর স্বামী অঙ্গদ বেদী তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন।
এই সময়ে মা এবং হবু সন্তান দুজনেরই সুস্থ থাকা এবং আনন্দে থাকা প্রয়োজন।
তাই সুস্থ থাকতে অভিনেত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় যোগাসন করতেও দেখা গিয়েছে।
এবার হবু সন্তানের সঙ্গে পুল পার্টিতে মজলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করে লিখেছেন যে, 'পুল পার্টি ফর টু'।
অর্থাত, বুঝতে বাকি নেই যে হবু সন্তানের সঙ্গে ইতিমধ্যেই দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর জেল্লা যে আরও বেড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
নেহা ধুপিয়ার পুল পার্টির ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
তাঁরা হবু সন্তানকে আশির্বাদেও ভরিয়ে দিচ্ছেন এখন থেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -