Vivian Dsena: গোপনে বিয়ে, কন্যাসন্তানের জন্মও অগোচরেই, ধর্মবিশ্বাসও পাল্টে ফেললেন টিভি-হার্টথ্রব
সুপুরুষ, দক্ষ অভিনেতা, কোনও উপমাই যথেষ্ট নয়। তাই এত বছর পরও টেলিভিশনের হার্টথ্রব হয়ে রয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রাখার পক্ষপাতী ভিভিয়ান ডিসেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে চারিদিকে তাঁকে নিয়ে গুঞ্জন যখন, সেই সময় নিজে থেকেই সব উজাড় করে দিলেন ভিভিয়ান। দ্বিতীয় বিয়ে থেকে সন্তানের আগমন এমনকি ধর্মবিশ্বাসের কথাও তুলে ধরলেন খোলাখুলি।
টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ভিভিয়ান। একাধিক সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে তাঁর দৌলতেই। মহিলা মহলে তাঁর জনপ্রিয়তা দেখে হিংসে হওয়াই স্বাভাবিক। তাই তাঁকে নিয়ে কৌতূহলও রয়েছে।
সম্প্রতি শোনা যায়, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু সেই খবর সকলের থেকে লুকিয়ে রেখেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বার সব খোলসা করলেন ভিভিয়ান নিজেই।
মিশরের সাংবাদিক নৌরান আলির সঙ্গে ভিভিয়ানের সম্পর্কের কথা জানাজানি হয় কয়েক বছর আগেই। তার পর জানা যায়, দু’জনে বিয়েও সেরেছেন গোপনে। কয়েক মাস আগে তাঁদের ঘর আলো করে এক কন্যাও এসেছে।
সত্যতা স্বীকার করে ভিভিয়ান বলেন, “হ্যাঁ, আমি বিবাহিত। চার মাসের মেয়ে রয়েছে আমার। তা নিয়ে এত আলোচনার কী আছে! এত আগ্রহই বা কিসের! একবছর আগে মিশরে নৌরানের সঙ্গে বিয়ে সেরেছি। ঠিক সময়ে খবর জানাব বলে ভেবেছিলাম।”
মেয়ের নামও খোলসা করেছেন ভিভিয়ান। তিনি বলেন, ‘‘কন্যাসন্তানের বাবা হওয়ার অনুভূতি অসামান্য। স্বপ্নপূরণ হয়েছে বলা যায়। মেয়েকে কোলে নিয়ে মনে হয়, পৃথিবীতে আমার থেকে সুখী কেউ নেই। আর কীই বা চাইতে পারতাম আমি! মেয়ের নাম রেখেছি লেয়ান ভিভিয়ান ডিসেনা।’’
খ্রিস্টান পরিবারে জন্ম ভিভিয়ানের। ২০১৯ সাল থেকে ইসলামের অনুগামী বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘‘জীবনে বিশেষ কিছু পাল্টায়নি। খ্রিস্টান হিসেবে জন্ম। এখন ইসলামের অনুগামী। ২০১৯-এর পবিত্র রমজান মাস থেকে ইসলামকে অনুসরণ করি। দিনে পাঁচ বার নমাজ পড়ায় অদ্ভূত এক শান্তি অনুভব করি। সব ধন্দ, জল্পনার অবসান ঘটালাম।’’
তবে সব জল্পনার অবসান ঘটালেও, ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখারই পক্ষপাতী ভিভিয়ান। তিনি জানিয়েছেন, স্ত্রী-সন্তানকে জনসমক্ষে আনার পক্ষপাতী নন তিনি। তাঁর স্ত্রী-ও এ ব্যাপারে একমত। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার পক্ষপাতী তাঁরা দু’জনই।
এর আগে, ২০১৩ সালে অভিনেত্রী বাহবিজ দোরাবজিকে বিয়ে করেন ভিভিয়ান। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে ২০২১ সালের ১৮ ডিসেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -