Debina Bonnerjee on Covid19: করোনায় ক্ষতি ফ্যাশান দুনিয়ার, বিনামূল্যে বিজ্ঞাপনের শ্যুটিং করছেন দেবিনা
লাগাতার লকডাউনের জেরে ক্ষতির মুখ দেখেছে বড় থেকে ছোট সমস্ত শিল্প। কাজ হারিয়েছে বহু মানুষ। এবার মুম্বইয়ের ছোট আঞ্চলিক শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঙালি দেবিনা বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা। 'মহাভারত' ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। এরপর একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যালেন খুলেছেন দেবিনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করে দেবিনা। সেখানে তিনি বলছেন, 'রেড কার্পেট লুক থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক, স্টাইল সবটাই তৈরি করেন শিল্পীরা। ফ্যাশান ইন্ড্রাস্টিই সবসময় তারকাদের সাজিয়ে তোলে।'
দেবিনা বলছেন, 'এবার আমাদের সময় ছোট ছোট অঞ্চলিক শিল্পীদের কিছু ফিরিয়ে দেওয়ার। আমাদের কর্তব্য তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।'
দেবিনা জানাচ্ছেন, মুম্বই ও আশেপাশের অঞ্চলের শিল্পীরা যদি তাঁর সঙ্গে যোগাযোগ করেন ও তাঁর কাছে তৈরি ফ্যাশান প্রোডাক্ট পাঠিয়ে দেন তবে সেগুলি নিয়ে ফটোশ্যুট করবেন দেবিনা।'
পোশাক হোক বা গয়না ও অন্যান্য সামগ্রী, সেগুলো পরে ফটোশ্যুট করে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন দেবিনা। সঙ্গে থাকবে সেই পোশাক বা গয়না বিক্রেতার নাম ও সমস্ত তথ্য।
দেবিনা জানাচ্ছেন, এই কাজটি তিনি করবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফটোশ্যুট থেকে শুরু করে বিজ্ঞাপন, কোনও কিছুর জন্যই বিক্রেতার কাছ থেকে টাকা নেবেন না তিনি। বরং যদি একটু বিক্রি বাড়ে তাহলেই খুশি দেবিনা।
এই প্রথম নয়, এর আগেও সেবামূলক কাজে এগিয়ে এসেছেন দেবিনা। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পর প্লাজমা দান করেন দেবিনা।
কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মানুষকে ভিডিও করে আশ্বস্ত করেন দেবিনা। সবাইকে ভ্যাকসিন নেওয়ারও আর্জি জানান।
এই প্রথম ফ্যাশান ইন্ডাস্ট্রির জন্য এমন অভিনব উদ্যোগ নিলেন কোনও তারকা। দেবিনাকে শুভেচ্ছা। ছবি সৌজন্যে: দেবিনা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -