Kareena in shooting: দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথমবার প্রকাশ্য়ে করিনা কাপুর খান, দেখুন ছবি
দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথমবার প্রকাশ্য়ে করিনা কাপুর খান। কিছুদিনের ছুটির পরই আবারও কাজে ফিরলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা পোশাকে একই রকম মোহময়ী সইফ ঘরণী। তাঁর ছবি প্রকাশ্য়ে আসতেই ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়।
গত ২১শে ফেব্রুয়ারী দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন করিনা।
প্রসঙ্গত করিনার আপকামিং প্রোজেক্ট 'লাল সিং চাড্ডা'। এই ছবিতে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন করিনা।
কিছুদিন আগে নবজাতকের সঙ্গে একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন করিনা। যদিও পরে তিনি সেটি ডিলিট করে দেন।
প্রথম সন্তান তৈমুরের জন্মের পরও কয়েকদিনের মধ্য়েই কাজে ফিরেছিলেন করিনা। এবারও তার অন্য়থা হল না।
সম্প্রতি একটি সেলিব্রিটি কুকিং-শো'র শুটিংয়ে যাওয়ার সময় পাপারাজিৎদের ফ্রেমবন্দি হন তিনি।
গর্ভবতী থাকাকালীনও একইভাবে কাজ করতে দেখা গেছে করিনাকে।
পরবর্তী ছবিতে কী লুকে দেখা যাবে করিনাকে, তারই অপেক্ষায় তাঁর ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -