World Water Day 2021: জল অপচয় করবেন না, দেখে নিন কিছু টিপস
স্নান করার সময় শাওয়ারকে এমনভাবে চালু রাখুন, যাতে জল ধীরে পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডিশওয়াশার ও ওয়াশিং মেশিন তখনই ব্যবহার করুন, যদি যথেষ্ট পরিমাণ বাসন বা জামাকাপড় থাকে।
দাঁত ব্রাশ করার সময় কল বন্ধ রাখুন। এতে জলের অপচয় বন্ধ হবে।
জলের লাইনে কোনও লিক বা ছিদ্র থাকলে অবশ্যই দ্রুত মেরামত করুন।
শৌচাগারে ডুয়াল ফ্লাশ ব্যবস্থা ব্যবহার করুন।
বর্ষার মরশুমে বাগান বা লনে জল ছড়ানো বন্ধ করুন। সেচক্ষেত্রে বৃষ্টির সেন্সর লাগান।
বাড়ির বাইরে জল দেওয়ার জন্য রেন ব্যারেল ব্যবহার করুন।
ছাদ থেকে বেরনো বৃষ্টির জল ধরে রাখতে ক্যাচমেন্ট ব্যবহার করে সঞ্চয় করুন।
কতটা জল ব্যবহার করছেন,ওয়াটার বিল দেখে নিয়মিত তা পরীক্ষা করুন। সম্ভব হলে, সাশ্রয় করুন।
জল সঞ্চয় সম্পর্কিত আপনার ধারণা থাকলে, তা প্রতিবেশী বা অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -