Kritika Kamra Birthday: উচ্চশিক্ষিত পরিবারের মেয়ে, চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার হতে, টেলিজগতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কৃতিকা
টেলিজগতের অতি পরিচিত মুখ। পারিশ্রমিকে টেক্কা দেন বাকিদের। সৌন্দর্যের বিচারেও তুলনা আসে বলিউড অভিনেত্রীদের সঙ্গে। শুধুমাত্র তার ভরসায় যদিও বসে নেই কৃতিকা কামরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেলিভিশনের দুনিয়া ছেড়ে মায়ানগরীতে অভিনেত্রী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলছেন তিনি। কাজ করছেন বেছে বেছে। ২৫ অক্টোবর জন্মদিন কৃতিকা কামরার। আরও ভাল করে চিনে নিন তাঁকে।
উত্তরপ্রদেশের বরেলীতে জন্ম কৃতিকার। বেড়ে ওঠা মধ্যপ্রদেশের অশোকনগরে। বাবা দন্ত চিকিৎসক। মা পুষ্টি বং শিক্ষাবিদ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-তে পড়তে যান কৃতিকা। কিন্তু ছেড়ে দেন মাঝপথে।
কিন্তু ‘ইয়াহাঁ কে হম সিকন্দর’-এ অভিনয়ের সুযোগ পেয়েই পড়াশোনায় ইতি টানেন কৃতিকা। ঠাঁই নেন মায়ানগরীতে। তবে ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ সিরিয়ালই জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় কৃতিকাকে।
এর পরও একাধিক টেলিভিশন প্রজেক্টে দেখা যায় কৃতিকাকে, যার মধ্যে অন্যতম হল ‘কুছ তো লোগ কহেঙ্গে’। সেখানে বলিউড অভিনেতা মণীশ বহেলের বিপরীতে ছিলেন কৃতিকা। ছবির গল্প ছিল বয়সে অনেক বড় চিকিৎসকের সঙ্গে জুনিয়রের প্রণয়।
‘কিতনি মহব্বত হ্যায়’ সিরিয়ালে অভিনয় করতে গিয়ে সহ-অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কৃতিকার। বেশ কয়েক বছর সম্পর্ক টিকেছিল তাঁদের। কিন্তু একসময় ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
কর্ণের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর উদয় সিংহ গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ান কৃতিকা। কিন্তু সেই সম্পর্কও টেকেনি।
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে কৃতিকা জানান, তিনি এখনও জীবনের দিশা খুঁজে বেড়াচ্ছেন। কোনও কিছু পাকা হওয়ার আগে আর তা নিয়ে কথা বলবেন না তিনি।
‘মিত্রোঁ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন কৃতিকা। তাঁর বিপরীতে ছিলেন জ্যাকি ভাগনানি। এ ছাড়াও ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানেও অংশ নেন।
চান্দেরি শাড়ির অনুরাগী কৃতিকা। একটি শাড়ি সংস্থার হয়ে প্রচারেও দেখা যায় তাঁকে। তবে কাজ ছাড়া অন্য কারণে খবরের শিরোনামে থাকা না পসন্দ কৃতিকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -