Nusrat Jahan Photoshoot: বেবি বাম্প নিয়েই শ্যুটিং ফ্লোরে ফিরলেন নুসরত!
মাতৃত্ব নিয়ে কোনও লুকোচুরি নেই, নিজের জীবনকে তারিয়ে তারিয়ে উপভোগ করতেই ব্যস্ত নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ছবি শেয়ার করেন নুসরত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনুসরতকে নিয়ে জল্পনা জারি নেটদুনিয়ায়। তাঁর বিবাহ নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে বিস্তর। বিরোধী দল থেকে তাঁর বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগও। কিন্তু সেই সমস্ত ঝড় যেন ছুঁতেই পারছে না নুসরতকে।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছেন নুসরত। আকাশী রঙের পোশাকে ঝলমল করছেন তিনি। মাথায় ফুল, মুখে আলগা হাসি।
গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছোট্ট ভিডিও আপলোড করেন নুসরত। জলের মধ্যেই ফটোশ্য়ুট করছেন তিনি। ফটোশ্যুটের সেই ভিডিও শেয়ার করে নুসরত লেখেন, 'ঝুঁকি না নিলে কোনও গল্প তৈরি হয় না।'
ছবি সৌজন্যে: নুসরত জাহানের ইনস্টাগ্রাম
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বাগান পরিচর্চার ছবি শেয়ার করেছেন নুসরত। বাড়ির ব্যালকনিতে গাছে জল দিচ্ছেন নুসরত। তাঁর মুখে হাসি। নুসরতের ছবিতে স্পষ্ট তাঁর মুখের আলগা মাতৃত্বের লালিত্য।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'নিজেকে ভালো রাখার ক্ষমতা তোমার মধ্যেই আছে। নেটিজেনরাও অনেকে নুসরতের এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন।'
গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের এই ছবিটি পোস্ট করে নুসরত লেখেন, 'আমি নিজেকে নিজে বিশ্বাস করি'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -