Aditi Rao Hydari-Siddharth Relationship: ফিল্ম সেটে আলাপ, প্রেমের গুঞ্জন, আবেগঘন স্থানে বিয়ের প্রস্তাব... কেমন ছিল অদিতি-সিদ্ধার্থের প্রেমকাহিনি?
দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন। অবশেষে আংটি বদল করে সিলমোহর! এরপর সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দরি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদামাটা অথচ চোখ ধাঁধানো বিয়ের পোশাক, হালকা সাজের মধ্যেও সবচেয়ে বেশি নজর কাড়ল তারকা দম্পতির মুখের চওড়া হাসি। নিদারুণ ফটোশ্যুট মোহময়ী।
তেলঙ্গানার ৪০০ বছরের পুরনো ওয়ানাপার্থি মন্দিরে বিয়ের রীতি সম্পন্ন হয়। নজর কেড়েছে অভিনেত্রীর হাতে ও পায়ে অর্ধচন্দ্রাকৃতি নকশার আলতা। স্নিগ্ধ সাজ বোধ হয় একেই বলে!
আজ তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরান ইন্ডাস্ট্রির সহকর্মীরা থেকে শুরু করে নেটিজেনরাও। সাবেকি পোশাকে তাঁদের স্বপ্নিল বিয়ের সাজ ভাইরাল।
এই বিশেষ দিনে ফিরে দেখা যাক, তাঁদের প্রেমকাহিনির পর্বগুলি। স্মৃতির পাতা উল্টে এক ঝলকে দেখা যাক কীভাবে এই জুটি এলেন একে অপরের কাছে, কীভাবে গোপনে সারলেন প্রেম থেকে বিয়ে।
গোটা পর্বের সূচনা হয়েছিল 'মহা সমুদ্রম' ছবির শ্যুটিংয়ে। অদিতি জানিয়েছিলেন সিদ্ধার্থ এসে তাঁকে বলেন, 'হ্যালো সুন্দরী'। অভিনেত্রীর কথায়, সাধারণত এভাবে কেউ কথা বললে তা ধোপে টেকে না। কিন্তু সিদ্ধার্থ মন থেকে বলেছিলেন। দিনের শেষে মোটামুটি সেটের সকলেই তাঁর কথায় হেসে কুটোপাটি যাচ্ছিল। শ্যুটের বাকি দিনগুলি নিজের বাড়িতে ঘিয়ে তৈরি ইডলি এনে অদিতি ও তাঁর টিমকে খাওয়াতেন সিদ্ধার্থ।
২০২২ সালে অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শুরু হয়। সিদ্ধার্থের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন অদিতি, তাতেই শুরু। তবে জুটি একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন চলতি বছরে তাঁদের বাগদান পর্ব সারা পর্যন্ত। কোনওদিন প্রকাশ্যে না গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন, না দাবি উড়িয়েছিলেন।
ইনস্টাগ্রামে একটি আদুরে পোস্ট করে এনগেজমেন্ট অর্থাৎ আংটি বদলের খবর জানান তাঁরা, সেই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রেমের গুঞ্জনে পড়ে সিলমোহর। সেলফি পোস্ট করে জানান অপরজন 'হ্যাঁ' বলেছে, ফলে তাঁরা 'এনগেজড'। ছবিতে স্পষ্ট তাঁদের আংটিও।
গত মাসে অদিতি রাও হায়দরি জানান তাঁর দিদার শুরু করা স্কুলে গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ। তিনি বলেন, 'আমি আমার দিদার সবচেয়ে কাছের ছিলাম, যিনি কয়েক বছর আগে গত হয়েছেন। হায়দরাবাদে তিনি একটি স্কুল তৈরি করেন। একদিন, সিদ্ধার্থ আমাকে জিজ্ঞেস করে যে ও সেখানে যেতে পারে কি না, কারণ ও জানত আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম দিদার।' সেখানেই হাঁটু মুড়ে বসে অদিতিকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ, কারণ তিনি দিদার আশীর্বাদ সঙ্গে নিয়েই নতুন জীবনে পা রাখতে চেয়েছিলেন।
ওই একই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে তাঁরা বিয়ে সারবেন ৪০০ বছরের পুরনো এক মন্দিরে। ওয়ানাপার্থি মন্দির অদিতির পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত, তাই সেখানেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -