Alia Ranbir Anniversary: 'তোমার সঙ্গেই বুড়ো হব...', বিবাহবার্ষিকীতে রণবীরের উদ্দেশে লিখছেন আলিয়া
পায়ে পায়ে ২ বছর, বিয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্ট করে রণবীর কপূরকে (Ranbir Kapoor) ভালবাসা জানালেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় আজ একটি সাদা কালো ছবি শেয়ার করে নিয়েছে আলিয়া ভট্ট। লিখেছেন, 'খুশির ২ বছর'
এখানেই শেষ নয়, সঙ্গে একটি বৃদ্ধ-বৃদ্ধার ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, 'আমাদের ভালবাসার এমন আরও বর্ষপূর্তি আসুক, প্রত্যেক বছর'
২ বছর আগে, আজকের দিনেই মুম্বইতে নিজেদের আদি বাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর।
আলিয়া-রণবীরের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। বিয়ের আগে লিভ ইনও করতেন তাঁরা।
সময় বদলেছে, আলিয়া আর রণবীরের জীবনে এসেছে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন আলিয়া আর রণবীরের জীবন।
কিছুদিন আগেই রাহাকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন রণবীর আলিয়া, সেখানে ঋষি কপূরের সঙ্গে রাহার চেহারার অবিকল মিল পেয়েছিলেন নেটিজেনরা।
আপাতত রামায়ণ-এর প্রস্তুতিতে ব্যস্ত রণবীর, আলিয়াও ব্যস্ত অন্য ছবির কাজে। তবে তাঁদের এখনই একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে না।
সোশ্যাল মিডিয়ায় আলিয়ার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ থেকে শুরু করে অনুরাগীরা। তবে সোশ্যাল মিডিয়ায় না থাকার দরুণ রণবীরের তরফে কোনও বার্তা চোখে পড়েনি।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে রাহার মা-বাবার মিষ্টি এই পোস্ট। সবাই শুভেচ্ছা জানিয়েছেন রালিয়া জুটিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -