Alia Bhatt: বিয়ের ৪ দিনের মধ্যেই ফের 'বিয়ে করতে' জয়সলমীর পাড়ি দিয়েছিলেন আলিয়া!
'পাঠান' (Pathaan)-এর পথই অনুসরণ করল কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির সাফল্যের পরে, এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন তাঁরা, আর সেখানে উঠে এল কত অজানা গল্প!
image 3
বৃহস্পতিবার মুম্বইতে সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন রণবীর সিংহ (Ranveer Singh), আলিয়া ভট্ট (Alia Bhatt), কর্ণ, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ধর্মেন্দ্র (Dharmendra) ও অন্যান্য সদস্যরা। এদিন গল্পের ছলে ছবির বিভিন্ন খুঁটিনাটি ভাগ করে নেন কলাকুশলীরা।
এদিন গোলাপি পোশাকে সেজেছিলেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ছবি শেয়ার করে লিখেছেন, 'সবকিছুই রানি গোলাপি'
পর্দায় রকি আর রানির বিয়ের যে দৃশ্য দেখানো হয়েছে, তা আক্ষরিক অর্থেই স্বপ্নিল। মুক্তোরঙা লেহঙ্গা, স্বপ্নের সাজ... আবেগে, আনন্দের মিশেলে মাখামাখি একটি গানের দৃশ্যপট সত্যিই লার্জার দ্যান লাইফ।
আর এদিন সাংবাদিক বৈঠকে, এই গানের শ্যুটিংয়ের কথাই প্রকাশ্যে আনলেন কর্ণ। পরিচালক জানালেন, এই গানটির শ্যুটিং হয়েছিল আলিয়ার বাস্তব জীবনের বিয়ের মাত্র ৪ দিন পরেই!
কর্ণ বলছেন, 'রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর সঙ্গে আলিয়ার বিয়ের ঠিক ৪ দিনেই মধ্যেই আমরা 'কুরমায়ি' গানটির শ্যুটিং করতে গিয়েছিলাম জয়সলমীরে। হিসেব করলে দেখা যায়, এক সপ্তাহের মধ্যে ২ বার বিয়ে হয়েছিল আলিয়ার। '
আলিয়া আরও বলছেন, 'একবার বাস্তব জীবনে আর একবার পর্দায়। আলিয়ার হাতে যে মেহেন্দি রয়েছে, সেটা ওর বিয়েরই মেহেন্দি। ওটাকে আমরা আর একটু গাঢ় করে দিয়েছিলাম। গানটার শ্যুটিং হয়েছিল জয়সলমীরে আর বৈভবি মার্চেন্টের ছোঁয়ায় গানটি দুর্দান্তভাবে শ্যুট করেছিল।'
এই ছবির শ্যুটিংয়ের মধ্যেই বিয়ে ও কন্যাসন্তানের জন্ম, দুইই হয়েছিল আলিয়ার। ৪ সপ্তাহের মধ্যে ওজন ছড়িয়ে ফের আগের চেহারায় ফিরে এসেছিলেন আলিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -