Brahmastra: মুক্তির পরেও অব্যাহত প্রচারপর্ব, আমদাবাদে যাওয়ার পথে ক্যামেরাবন্দি টিম 'ব্রহ্মাস্ত্র'
মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। বক্স অফিসে ঝড় ঝড় তুলেছে এই ছবি। বিপুল ব্যবসা নিয়ে এই ছবির হাত ধরেই খরা কাটল বলিউডের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি 'অস্ত্রভার্স'-এর গল্প বলে।
ছবি মুক্তির পরেও অব্যাহত ছবির প্রচার পর্ব। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ উড়ে গেলেন রণবীর-আলিয়া-অয়ন।
এদিন সকালে মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন পর্দার শিবা ও ইশা।
গোলাপী স্যুটে হবু মা আলিয়ার জেল্লা নজরকাড়া। সাবধানতা অবলম্বন করে নামলেন গাড়ি থেকে।
অন্যদিকে সাদা পাজামা-পাঞ্জাবী, নীল জহর কোটের সঙ্গে ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, চোখে রোদচশমা। আবারও প্রেমে ফেলতে পারেন রণবীর কপূর।
হালকা হলুদ রঙের পাঞ্জাবী, চোখে রোদচশমা পরে চিত্রগ্রাহকদের জন্য পোজ দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও।
মুক্তির ষষ্ঠ দিনে ১০.৫ কোটি টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র' এই ছবি।
দুর্দান্ত উইকেন্ডের পর এই ছবি আপাতত স্থিতিশীল। দারুণ ব্যবসা না হলেও একেবারে খারাপও করছে না।
প্রসঙ্গত, এই ছবির ভিএফএক্স বিপুল পরিমাণে প্রশংসা লাভ করেছে। তবে সংলাপ তেমনই বহুল সমালোচনার শিকার হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -