Ira Khan Marriage: ৮ কিমি রাস্তা জগিং করে মন্ডপে এলেন বর, রইল না কোনও উপহার, আমির কন্যা ইরার বিয়ে সারা
দীর্ঘদিনের প্রেম আজ পরিণতি পেল সাত পাকে। বিয়ে করলেন আমির খান (Amir Khan) কন্যা ইরা খান (Ira Khan)। দীর্ঘদিনের প্রেমিক নূপূরের সঙ্গে আজ মুম্বইতে আইনি বিয়ে সারলেন তিনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবারই হয়ে গিয়েছে ইরার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন।
ইরা ও নুপূর দুজনেই চান না তাঁদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তাঁরা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিয়েছেন।
আজ, একটি সবুজ গোলাপি পোশাকে সেজেছিলেন ইরা খান। তাঁকে চিরাচরিত ধারা থেকে বেশ আলাদা দেখাচ্ছিল। সারাক্ষণই তিনি স্বামীর হাত ধরেছিলেন।
একটি কাজ করা পাটিয়ালার সঙ্গে ভরাট কাজের ব্লাউজ পরেছিলেন নূপূর, সঙ্গে লেয়ারিং করে নেওয়া দুই রঙের ওড়না। সাবেকি পোশাকে সেজেছিলেন নূপূরও।
নূপূরের বিয়ের মণ্ডপে আসার পদ্ধতিটিও ছিল বেশ অভিনব। কখনও নাচতে নাচতে, কখনও আবার জগিং করে বিয়ের মণ্ডপে এসে পৌঁছন নূপূর। সব মিলে নাকি ৮ কিলোমিটার রাস্তা জগিং করেই পার করেন তিনি।
শুধু তাই নয়, কালো গেঞ্জি পরেই আইনি বিয়ে করেন নূপূর। ছিল না কোনও সাজ, বরবেশ। পরে পাপারাৎজিদের সামনে আসার সময় অবশ্য শেরওয়ানি পরে নিয়েছিলেন তিনি।
এদিন ধুতি, কুর্তা পাগড়িতে এক্কেবারে সাবেকি সাজে সেজেছিলেন আমির খান। সারাক্ষণ রইলেন পরিবারের সঙ্গে। মেয়ে ও জামাইকে নিয়ে পোজও দিলেন পাপারাৎজিদের সামনে।
আগেই অনুরোধ করা হয়েছিল, বিয়ের জন্য যেন কোনও উপহার না আনা হয়। তবে চাইলে কেউ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিতে পারেন বলে জানিয়েছেন ইরা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আমির-কন্যা। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থাও সেই কাজই করে। উপহারের পরিবর্তে বিয়ের অতিথিরা কেউ চাইলে তাঁর সেই সংস্থায় অনুদান দিতে পারেন
এদিন বিয়ের মেনুতে ছিল পাঞ্জাবি খাবার আয়োজন। স্পেশাল কাবাব ও নানা স্বাদের মিষ্টিও ছিল ইরা নূপূরের বিয়েতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -