Ankita Lokhande Birthday: সংসারী হতে ছেড়ে দেন 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'বদরাগী' অঙ্কিতা চড় মেরেছিলেন সুশান্তকে!
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম। সেখান থেকে টেলিজগতের প্রথম সারির নায়িকা। ৩৭টি বসন্ত পার করে ফেলা অঙ্কিতা ব্যক্তিগত জীবনে কম ওঠাপড়া দেখেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমারাঠি পরিবারের মেয়ে অঙ্কিতার আসল নামন তনুজা। ডাক নাম অঙ্কিতা। বিনোদন জগতে পরিচিতির জন্য ডাকনামই বেছে নেন তিনি।
চেহারা দেখলে যদিও বোঝা যায় না। তবে কব্জি ডুবিয়ে খাওয়াই পছন্দ অঙ্কিতার ভারতীয় রান্না সবচেয়ে পছন্দের। সব্জির মধ্যে পছন্দ ভিন্ডি। এ ছাড়াও বাটার চিকেন প্রিয় অঙ্কিতার।
অভিনেত্রীর প্রিয় রং সাদা। তাঁর কথায়, সাদা পোশাক পরলে অসম্ভব শান্তি অনুভব করেন তিনি।
রাজ্যস্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় অঙ্কিতা। এ ছাড়া, ভাল নাচতেও পারেন। প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে একটি নাচের অনুষ্ঠানেও অংশ নেন।
শাহরুখ খানের বিপরীতে 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অঙ্কিতা। সঞ্জয়লীলা বনশালীও তাঁকে 'রামলীলা', 'বাজিরাও মস্তানি' ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সুশান্তের সঙ্গে ঘরবাঁধার স্বপ্নে বিভোর অঙ্কিতা একের পর এক প্রস্তাব ফিরিয়ে দেন।
'পরিত্র রিশতা' ছবিতে অভিনয় করতে গিয়ে সুশান্তের প্রেমে পড়েন অঙ্কিতা। তবে শোনা যায়, অল্পেতেই মাথা গরম হয়ে যায় তাঁর। তাই শ্যুটিংয়ের সময় সবাই ভয়ে থাকতেন। সকলের সামনে একবার অঙ্কিতা সুশান্তকে চড়ও মারেন বলে শোনা যায়।
সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন অঙ্কিতা। টেলিভিশন, সিনেমা সবকিছু থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরিবারই তাঁকে স্বাভাবিক হতে সাহায্য করে বলে দাবি অঙ্কিতার।
সঙ্গীতানুরাগী অঙ্কিতা গজল শুনতে পছন্দ করেন। প্রেমের গানও খুব পছন্দের তাঁর। তবে নিজেকে তিনি 'বাথরুম সিঙ্গার' ছাড়া কিছু মনে করেন না।
১৪ ডিসেম্বর ব্যবসায়ী প্রেমিক ভিকি জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অঙ্কিতা। বিয়ের পর এটাই প্রথম জন্মদিন তাঁর। স্বামী এবং পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করছেন অঙ্কিতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -