Ankush-Oindrila: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে কেন সমস্যায়? তোলপাড় সোশ্যাল মিডিয়া, উত্তর মিলল এবিপি আনন্দর স্টুডিওয়
একে অপরের হাতে হাত রেখে তাঁরা একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ১৩ বছর। তাঁরা টালিগঞ্জের তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এতদিনের সম্পর্কের পর ইন্ডাস্ট্রিতে যখন তাঁদের বিয়ের গুঞ্জন, তখন নাকি সেখানেই 'বিশেষ কারণ'-এ সমস্যা দেখা দিয়েছে! সোশ্যাল মিডিয়া তোলপাড়। কী এমন ঘটল যে প্রশ্নের মুখে বিয়ের পরিকল্পনা? জানা গেল দুই তারকার মুখ থেকেই, এবিপি আনন্দর স্টুডিওয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁদের নাকি বিয়ে না হওয়ার কারণ অত্যন্ত লজ্জাজনক। মুখ ফুটে কেউই বলতে পারছেন না। তাঁদের বদলে অন্য দুজন আছেন, তাঁরাও নাকি বিয়ের পিঁড়িতে বসে পড়তে পারেন।
প্রসঙ্গত, আজ শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, আজ অঙ্কুশের জন্মদিনও। বিশেষ দিনে প্রেমিকা কী উপহার দিলেন? ঐন্দ্রিলার হাসি মাখা উত্তর, 'নিজেকে'। হাসতে হাসতে সহমত অঙ্কুশও, '১৩ বছর আগে এই উপহার পেয়েছিলাম। এত সুন্দর মনের মেয়ে আমি কখনও দেখিনি।'
তবে জন্মদিন ও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সত্যিই অঙ্কুশকে কী উপহার দিলেন ঐন্দ্রিলা? এবারের উপহার এখনও না পেলেও আগের বছর পছন্দের 'প্লে-স্টেশন' পেয়েছিলেন প্রেমিকার থেকে, জানালেন অঙ্কুশ। এবারেও তাই ভাল সারপ্রাইজ পাবেন বলেই আশা। অন্যদিকে প্রেমের এত বছর পর আলাদা করে প্রেমদিবসের উপহার প্রয়োজন আছে বলে মনে করেন না ঐন্দ্রিলা। বরং তাঁর কথায়, মুখ ফুটে না বলতেই অঙ্কুশ অনেক জিনিস তাঁকে এনে দেয়।
প্রেমে যখন কোনও সমস্যাই নেই, তাহলে বিয়ে নিয়ে কীসের সমস্যা? আসলে 'ম্যাজিক' ছবির পর আবার রিয়েল লাইফ এই জুটি ফিরছে বড় পর্দায়। প্রেমেন্দু বিকাশ চাকীর সিনেমা 'লাভ ম্যারেজ'-এর ট্রেলার এল প্রকাশ্যে। অভিনয়ে রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্যও রয়েছেন। ট্রেলার থেকেই পরিষ্কার, অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ে কেন সঙ্কটে!
'লাভ ম্যারেজ' ছবির ট্রেলার থেকেই পরিষ্কার, অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ে কেন সঙ্কটে! আসলে পুরোটাই ছিল তাঁদের নতুন ছবির প্রচারপর্ব। ট্রেলারেই স্পষ্ট তাঁদের বদলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য, ছবির গল্প অনুযায়ী।
'লাভ ম্যারেজ' মানেই প্রেমকাহিনি। কেমন ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের শুরুর দিনগুলো? তাঁদের প্রথম আলাপ হয়েছিল জিমে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম।
সেই সময়ে ঐন্দ্রিলার ধারাবাহিক চলছে। অঙ্কুশেরও প্রথম ছবি মুক্তি পেয়েছে। জিমে অঙ্কুশকে দেখে ঐন্দ্রিলার মা বসিয়ে রেখেছিলেন মেয়ের সঙ্গে আলাপ করাবেন বলে। কারণ সিনেমার গানে অঙ্কুশের নাচ দেখে ঐন্দ্রিলার ভাল লেগেছিল। ফলে তাঁদের প্রেমের শুরুর জন্য নিজের মা-কে খানিক ক্রেডিট দেন ঐন্দ্রিলা।
অবশ্য ঐন্দ্রিলার মায়ের এমন কাণ্ডে খানিক নাকি অবাকই হয়েছিলেন অঙ্কুশ। 'গায়ে পড়া'ও ভেবেছিলেন। তবে এসব এখন তিনি মজার ছলেই বলেন।
কিন্তু প্রথমবার ঐন্দ্রিলাকে সিঁদুর পরা অবস্থায় দেখেছিলেন অঙ্কুশ। ধারাবাহিকের শ্যুটিং সেরে ফিরেছিলেন অভিনেত্রী। অঙ্কুশ খুব অবাক হয়ে ট্রেনারকে বলেছিলেন, 'এত ছোট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে।' পরে বুঝেছিলেন এটা ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য পরেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -