Hardik Pandya Wedding: আবার বিয়ের পিঁড়িতে হার্দিক, সাক্ষী থাকতে রাজস্থান পাড়ি বিরাট, রাহুলদের
২০২০ সালে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অগ্য়স্ত নামে তাঁদের দুই বছর একটি সন্তানও রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে করোনার কড়া বিধিনিষেধের জেরে হার্দিক ও নাতাশা একেবারে অল্প লোকের সমাগমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এবার তাই ঘটা করে আবারও উদয়পুরে সাত পাক ঘুরতে চলেছেন হার্দিক, নাতাশা।
এই উদ্দেশে গতকালই উদয়পুর উড়ে গিয়েছেন হার্দিক, নাতাশা, ক্রুণালরা। সঙ্গে তাঁদের সন্তানরাও ছিলেন।
শোনা যাচ্ছে সোমবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দুইজনে আবারও সাত পাক ঘুরবেন।
সম্ভবত তারকা জুটির বিয়ের সাক্ষী থাকতেই উদয়পুরে উড়ে গেলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, কেএল রাহুল, আথিয়া শেট্টিরা। মঙ্গলবার সকাল সকালই আথিয়া, কেএল, বিরুষ্কাদের বিমানবন্দরে দেখা গেল।
বিরাটের পরনে ছিল ক্যাজুয়াল ট্রাইজার, পায়ে সাদা জুতো।
অপরদিকে, অনুষ্কা নীল রঙের প্যান্ট ও কাল রঙের হুডি পরে ছিলেন।
রাহুল ও আথিয়াও সদ্যই ২৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠেও নেমেছিলেন রাহুল।
তবে প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে কিছুটা সময় থাকায় বন্ধুর বিয়েতে উদয়পুরে রওনা দেন রাহুলও।
আথিয়ার ডেনিম রঙের জিন্স ও জ্যাকেট পরেছিলেন। রাহুলের পরনে ছিল সাদা রঙের টি-শার্ট, ধূসর রঙের প্যান্ট এবং প্রিন্টেড জ্যাকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -